ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এ  অ্যাসিস্ট্যান্ট ও স্টেনো সহ বিভিন্ন পদে মোট ২৭৬ জন কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 2/2022/ESTT। 

মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলে মেয়েরা আবেদনের যোগ্য।

আরও পড়ুন -  ট্রেনিং এর সময় মাসিক ৫৫ হাজার টাকা স্টাইপেন্ড, আজই আবেদন করুন

আবেদন করতে হবে অনলাইনে ৯ মে, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

1) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ২৮টি
 যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ এবং কম্পিউটার ও শর্ট হ্যান্ড এ দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

আরও পড়ুন - মোট ২৩৭২ জন টাইপ টেস্টে ডাক পেলেন

 

2) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার
শূন্যপদ - ৪৭টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রী এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

আরও পড়ুন - সরকারি দপ্তরে কয়েক হাজার শূন্যপদ

3) অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার এইডেড ডিজাইন)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সায়েন্স এ ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা অথবা সিভিল/মেকানিকাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

আরও পড়ুন -  

এবার বাড়িতে বসেই শিখে নেওয়া যাবে সংবাদ রচনার কারিকুরি

4) স্টেনোগ্রাফার
শূন্যপদ - ২২টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ এবং কম্পিউটার ও শর্ট হ্যান্ড এ দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা

আরও পড়ুন -   সিনেমায় আগ্রহী, এই কোর্সটি তাহলে আপনার জন্যই

5) সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট 
শূন্যপদ - ১০০টি
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী এবং কম্পিউটার স্কিলস, ওয়ার্ড প্রসেসিং প্রভৃতি ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা

6) হর্টিকালচার সুপারভাইজার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা

7) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাব)
মোট শূন্যপদ - ৪৭টি
মেকানিকাল - ১৯টি
কেমিক্যাল - ১৮টি
মাইক্রোবায়োলজি - ১০টি

যোগ্যতা - মেকানিকাল শাখার ক্ষেত্রে কমপক্ষে ৬০% নম্বর সহ মেকানিকালে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
কেমিক্যাল শাখার ক্ষেত্রে কেমিস্ট্রি বিষয় সহ ৬০% নম্বর নিয়ে সায়েন্স এ গ্র্যাজুয়েট হতে হবে।

মাইক্রোবায়োলজি শাখার ক্ষেত্রে মাইক্রোবায়োলজি বিষয় সহ ৬০% নম্বর নিয়ে সায়েন্স এ গ্র্যাজুয়েট হতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

8) সিনিয়র টেকনিশিয়ান
শূন্যপদ - ২৫টি
কারপেন্টার - ৬টি
ওয়েলডার - ২টি
প্লাম্বার - ৩টি
ফিটার - ৩টি
টার্নার - ৫টি
ইলেকট্রিশিয়ান - ৬টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট ও ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা


9) ডিরেক্টর
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ল/এল এল বি তে ব্যাচেলর ডিগ্রীর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।
বেতনক্রম - ৭৮,৮০০/- টাকা - ২,০৭,২০০/- টাকা

10) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (হিন্দি)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ডিগ্রী লেভেল বিষয় হিসেবে ইংরেজি সহ হিন্দিতে মাস্টার্স / পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী অথবা ডিগ্রী লেভেলে হিন্দি বিষয় সহ ইংরেজিতে মাস্টার্স / পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী অথবা

যে কোন বিষয়ে মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী ও বিষয় হিসেবে হিন্দি/ ইংরেজি অথবা ডিগ্রী লেভেলে  ইংরেজি বা হিন্দি মিডিয়াম এ  যে কোনো বিষয়ে মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রীর পাশাপাশি ডিগ্রী লেভেলে হিন্দি বা ইংরেজি বিষয়  এবং

সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে
বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা

11) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন্যান্স)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - পার্সোনেল এ স্পেশালাইজড সহ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ২ বছরের মাস্টার্স ডিগ্রী অথবা পার্সোনেল ম্যানেজমেন্ট / হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এ ২ বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী বা ডিপ্লোমা

এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে
বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা

12) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কন্সুমার্স অ্যাফেয়ার্স)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রী অথবা মাস কমিউনিকেশন / সোশ্যাল ওয়ার্ক এ মাস্টার্স ডিগ্রী বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে
বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি


ক্রমিক ১ নং পোস্ট ছাড়া বাকি সব পোস্টগুলোর ক্ষেত্রেই অনলাইনে লিখিত পরীক্ষা নেওয়া হবে। ১৫০ নম্বরের পরীক্ষার সময় সীমা ২ঘণ্টা। অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে।

হিন্দি ও ইংরেজি ভাষাতে প্রশ্নপত্র করা হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে পরীক্ষার পাশাপাশি স্কিল টেস্ট নেওয়া হবে।

কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হবে।

লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময়সীমা জুন মাস, ২০২২।
পরীক্ষার সিলেবাস, অ্যাডমিট কার্ড প্রভৃতি BIS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে BIS এর অফিসিয়াল ওয়েবসাইট www.bis.gov.in  এ ৯ মে, ২০২২ এর মধ্যে। আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন  BIS এর অফিসিয়াল ওয়েবসাইট www.bis.gov.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ