পাঁচটি কোম্পানিতে চাকরির সুযোগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ এই বাজারে চাকরির সুযোগ কে আর হাতছাড়া করতে চায় ! তাও আবার একসঙ্গে ৫ টি সংস্থাতে বিভিন্ন পোস্টে চাকরির খবর।
প্রতিদিন বিভিন্ন কোম্পানিতে চাকরির খবর থাকছে একটি একটি মাত্র প্রতিবেদনে। ক্লাস এইট হোক বা গ্র্যাজুয়েট - এই সুযোগ সবার জন্যই। যোগ্যতা অনুযায়ী আবেদনের সুযোগ পাবেন সকলে।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।
১) সংস্থার নাম - JRTS
পোস্টের নাম - রিসেপশনিস্ট
কমপক্ষে মাধ্যমিক পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ০ - ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
যোগাযোগ - 7707061033
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দূর্গাপুর এ নিয়োগ
২) সংস্থার নাম - Justdial
পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
ব্যাচেলর ডিগ্রী পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
অভিজ্ঞ/অনভিজ্ঞ উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে avikkargupta@justdial.com।
আরও পড়ুনঃ এন এম ডি সি লিমিটেডে ট্রেনি নিয়োগ করা হবে
৩) সংস্থার নাম - Fintrade Technologies Pvt Ltd
পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা এবং ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ জেলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্টাফ নার্স নিয়োগ
৪) সংস্থার নাম - Bandai Namco
পোস্টের নাম - সিনিয়র মার্কেটিং ম্যানেজার
সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা ও ইংরেজি ভাষাতে দক্ষতা থাকতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করছে HBCSE
৫) সংস্থার নাম - M D Computers Pvt Ltd
পোস্টের নাম - গ্রাফিক ডিজাইনার
সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
আবেদনের লিঙ্ক Apply Now