ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg
স্কিল বেঙ্গল ডেস্কঃ সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। প্রকাশিত হল কেন্দ্রীয় সরকারের অধীনে একাধিক স্থায়ী পদে নিয়োগে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি নম্বর - 4/2022।
 
আরও পড়ুন - 
 
ভারতের সাংস্কৃতিক দপ্তরের নিয়ন্ত্রণাধীন কলকাতার বিড়লা শিল্প ও প্রযুক্তি মিউজিয়ামে  মোট ১০টি শূন্যপদে নিয়োগের আবেদন শুরু হচ্ছে।
 
কলকাতা সহ বর্ধমান, দীঘা, পুরুলিয়া ও শিলিগুড়ির শাখা অফিসে নিয়োগ করা হবে। 
 
বিস্তারিত বিজ্ঞপ্তি - Show Details 
 
 

শূন্যপদ ও যোগ্যতা

১) এডুকেশন অ্যাসিস্ট্যান্ট ' এ'
 
শূন্যপদ-২ (১ ওবিসি- দীঘা শাখা, ১ অসংরক্ষিত- কলকাতা শাখা)
 
যোগ্যতা- পিওর সায়েন্সে স্নাতক। কিংবা কেমিস্ট্রি সহ বায়োসায়েন্সে স্নাতক।
 
বেতনক্রম - ২৯,২০০/- টাকা - ৯২,৩০০/- টাকা
 
 
২) এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট ' এ'
 
শূন্যপদ-১(অসংরক্ষিত- কলকাতা শাখা)
 
যোগ্যতা- ভিজুয়াল, ফাইন ও কমার্শিয়াল আর্টসে স্নাতক।
 
বেতনক্রম - ২৯,২০০/- টাকা - ৯২,৩০০/- টাকা
 
 
৩) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 'এ'
 
শূন্যপদ-১( অসংরক্ষিত- কলকাতা )
 
যোগ্যতা- ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং- এ তিন বছরের ডিপ্লোমা কোর্স।
 
বেতনক্রম - ২৯,২০০/- টাকা - ৯২,৩০০/- টাকা
 
 
৪) টেকনিশিয়ান ' এ'- শূন্যপদ- ৬
 
ক) কারপেন্টি- 
শূন্যপদ-৪(অসংরক্ষিত-২- কলকাতা, ওবিসি-১- শিলিগুড়ি, ই. ডাবলু. এস-১- পুরুলিয়া)
 
খ) ইলেকট্রনিক্স- 
শূন্যপদ-১(অসংরক্ষিত- কলকাতা)
 
গ) ইলেকট্রিকাল &
শূন্যপদ-১(ই. ডাবলু. এস- শিলিগুড়ি)
 
যোগ্যতা- প্রতি পদের জন্য মাধ্যমিক পাশের সাথে আই. টি. আই কোর্স থাকতে হবে।
 
সঙ্গে এক বছরের কোর্সের জন্য দুবছরের অভিজ্ঞতা এবং দুবছরের কোর্সে জন্য একবছরের অভিজ্ঞতা প্রয়োজন।
 
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
 
 
 
বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৩ জুন, ২০২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
 
 
আবেদন পদ্ধতি
 
আবেদন করতে হবে অনলাইনে মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট https://bitm.gov.in/recruitment/ এর মাধ্যমে
 
আবেদনের সময় সীমা ২৬ মে, ২০২২ থেকে ১৩ জুন, ২০২২ তারিখ এর মধ্যে।
 
ফিস পেমেন্টের শেষ দিন -১৬.০৬.২২
 
আবেদনের সময় সমস্ত তথ্য স্ক্যান করে আপলোড করতে হবে।
 
আবেদনের মূল্য ২০০/- টাকা।
 
তবে এসসি/এসটি/এক্স সার্ভিসম্যান/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।
 
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI ইত্যাদির মাধ্যমে।
 
আরও বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল সাইট দেখুন www.bitm.gov.in 
 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ