ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ জগদীশ বোস ন্যাশানাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এর ফর্ম ফিল আপ শুরু হল। পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্র ছাত্রী বিজ্ঞান নিয়ে পড়াশুনো করছেন তারা মেধাবৃত্তি পাওয়ার জন্য এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। ফর্ম ফিল আপ করা যাবে ২০ অক্টোবর, ২০২১ পর্যন্ত।

নির্বাচিত হলে মেধাবৃত্তি এবং বই কেনার অনুদান পাওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং সায়েন্টিফিক প্রোজেক্ট এ অংশগ্রহণ এর সুযোগ দেওয়া হবে।  প্রসঙ্গত, জগদীশ বোস ন্যাশানাল সায়েন্স ট্যালেন্ট সার্চ সংস্থাটি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা। 

মেধাবৃত্তি এবং  অনুদান এর পরিমাণ

(১) জুনিয়র বৃত্তি পরীক্ষা - দু বছরের জন্য প্রতি মাসে ১২৫০ টাকা + দু বছরের  বই কেনার জন্য বাৎসরিক ২৫০০ টাকা 

(২) জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি - দু বছরের জন্য প্রতি মাসে ১২৫০ টাকা + দু বছরের  বই কেনার জন্য বাৎসরিক ২৫০০ টাকা ( উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ) 

(৩) সিনিয়র বৃত্তি পরীক্ষা - ৪/৫ বছরের জন্য প্রতি মাসে ৪০০০ টাকা + ৪/৫ বছরের  বই কেনার জন্য বাৎসরিক ৫০০০ টাকা 

(৪) সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি - ৪/৫ বছরের জন্য প্রতি মাসে ৪০০০ টাকা + ৪/৫ বছরের  বই কেনার জন্য বাৎসরিক ৫০০০ টাকা ( B.Tech/ BE/ MBBS/BS-MS/M.Sc সম্পূর্ণ না হওয়া পর্যন্ত )। 

সিনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ১০ জন ছাত্র এবং প্রথম ১০ জন ছাত্রীকে মেধাবৃত্তি এবং  অনুদান ছাড়াও ল্যাপটপ দেওয়া হবে। 

কারা এই পরীক্ষায় অংশগ্রহণ এর যোগ্য

(১) জুনিয়র বৃত্তি পরীক্ষা - কমপক্ষে ৭৫% নম্বর নিয়ে ২০২১ সালে মাধ্যমিক পাশ করার পর পশ্চিমবঙ্গের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে সায়েন্স নিয়ে (with at least 3 subjects from Physics,Chemistry, Mathematics, Biology, Statistics, Electronics, Computer Science) ক্লাস ইলেভেন এ  পাঠরত ছাত্রছাত্রীরা আবেদনের যোগ্য। 

(২) জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি - কমপক্ষে ৭৫% নম্বর নিয়ে  ২০২১ সালে  মাধ্যমিক পাশ করার পর পশ্চিমবঙ্গের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে সায়েন্স নিয়ে (with at least 3 subjects from Physics,Chemistry, Mathematics, Biology, Statistics, Electronics, Computer Science) ক্লাস ইলেভেন এ  পাঠরত ছাত্রীরা আবেদনের যোগ্য। 

(৩) সিনিয়র বৃত্তি পরীক্ষা - ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর পশ্চিমবঙ্গের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে  Science (Hons)/ BS-MS/Engg./ Medicine  নিয়ে পাঠরত ছাত্রছাত্রীরা আবেদনের যোগ্য।

(৪) সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি - ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর পশ্চিমবঙ্গের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে  Science (Hons)/ BS-MS/Engg./ Medicine  নিয়ে পাঠরত ছাত্রীরা আবেদনের যোগ্য।

পরীক্ষার সিলেবাস

জুনিয়র বৃত্তি এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি পরীক্ষা

মাধ্যমিক মানের প্রশ্ন হবে। বিষয় - Physical Science, Life Science, Mathematics। প্রতিটি বিষয়ে ৮ টি করে এম সি কিউ টাইপের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২.৫। মোট ৬০ নম্বরের পরীক্ষা। সময় ১ ঘণ্টা। 

সিনিয়র বৃত্তি এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পরীক্ষা

উচ্চ মাধ্যমিক মানের প্রশ্ন হবে। বিষয় - Physics, Chemistry, Mathematics, Biology (questions from any 3 subjects are to be answered)। ২ টি সেকশন -  (১) Section-A (প্রতিটি বিষয়ে ৮ টি করে এম সি কিউ টাইপের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২.৫।) এবং (২) Section-B - (প্রতিটি বিষয়ে ৩ টি করে এম সি কিউ টাইপের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ৫।) মোট ৭৫ নম্বরের পরীক্ষা। সময়  দেড় ঘণ্টা। 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইন বা অফলাইনে ২০ অক্টোবর, ২০২১ এর মধ্যে। আবেদন ফি জুনিয়র বৃত্তি এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে ১০০ টাকা। সিনিয়র বৃত্তি এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পরীক্ষার ক্ষেত্রে ২০০ টাকা। 

অনলাইন আবেদনের লিঙ্ক

(১) জুনিয়র বৃত্তি এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি পরীক্ষা -  CLICK HERE

(2)  সিনিয়র বৃত্তি এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পরীক্ষা  -  CLICK HERE

অফিসিয়াল সহায়তা নম্বর

জুনিয়র বৃত্তি -    8910159584 / 9875381510 / 8777390220 / 8697476274 / 8961230574 / 7278444816

সিনিয়র বৃত্তি-    6291252376 / 7501308569 / 9748486166

আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন হেল্প লাইন নম্বরে বা দেখতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট https://jbnsts.ac.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ