ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ বহু প্রতীক্ষার অবসান। অনেকেরই স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ার হওয়ার।  মাধ্যমিক দেওয়ার পর যদি সেই সুযোগ পাওয়া যায় তাহলে মন্দ হয় না ! হ্যাঁ, মাধ্যমিক দেওয়ার পর অবশ্যই সুযোগ থাকে ইঞ্জিনিয়ারিং এর কোনও কোর্স করার। রাজ্যের মোট ১৫২ টি পলিটেকনিক কলেজে সুযোগ রয়েছে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার। যারা এই বছর মাধ্যমিক দিয়েছেন তারাও আবেদন করতে পারবেন। 

তবে জেনে রাখা দরকার, যারা মাধ্যমিক পাশের পর ইঞ্জিনিয়ারিং এর কোনও কোর্স করতে চান তাদের অতি অবশ্যই জেক্সপো পরীক্ষায় পাশ করতে হবে। তবেই সুযোগ মিলবে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার। জেক্সপো পরীক্ষার ফর্ম ফিল আপের শেষ তারিখ ছিল ৩০ জুন, ২০২১। 

পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আবেদনের শেষ তারিখ বাড়ানো হয়েছে। রাজ্যের কারিগরি শিক্ষা বিভাগ এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় জেক্সপো ও ভোকলেট পরীক্ষার ফর্ম ফিল আপ করা যাবে ৩১ জুলাই, ২০২১ পর্যন্ত। 

প্রসঙ্গত, ENGINEERING / TECHNOLOGY / ARCHITECTURE বিষয়ের ডিপ্লোমা কোর্সের দ্বিতীয় বর্ষে ভর্তির যোগ্যতা নির্ণয় করা হয় ভোকলেট পরীক্ষার মাধ্যমে। 

 

এই পরীক্ষার দরকারি তথ্য ও আবেদনের লিঙ্ক

জেক্সপো পরীক্ষা খুঁটিনাটি তথ্য আবেদনের অফিসিয়াল লিঙ্ক
ভোকলেট পরীক্ষা  খুঁটিনাটি তথ্য আবেদনের অফিসিয়াল লিঙ্ক

 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ