ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির কাউন্সেলিং এর জন্য অনলাইন রেজিস্ট্রেশান এর দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশেস বোর্ড। অনলাইন রেজিস্ট্রেশান করা যাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে। 

অনলাইন রেজিস্ট্রেশান  লিঙ্ক - click here

অনলাইন রেজিস্ট্রেশান এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে দেখে নিন এই লিঙ্কে- click here

জেনপা (আন্ডার গ্র্যাজুয়েট), ২০২১ এ যারা র‍্যাঙ্ক করেছেন তাদের রেজিস্ট্রেশান শুরু ৫ অক্টোবর, ২০২১ থেকে। রেজিস্ট্রেশান করা যাবে ১১ অক্টোবর, ২০২১ পর্যন্ত। 

আপনার র‍্যাঙ্ক দেখতে এবং র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।  

প্রসঙ্গত জেনপা পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির সুযোগ পাওয়া যায়।  রাজ্যের মোট ৬২ টি প্রতিষ্ঠানে সিট রয়েছে ৪২৩০ টি। 

কোন প্রতিষ্ঠানে কোন কোর্সে কয়টি সিট রয়েছে জানতে ক্লিক করুন এখানে । 

সূত্রের খবর,  এ এন এম এবং জি এন এম কোর্সে ভর্তির রেজিস্ট্রেশান শুরু হতে পারে চলতি বছরের নভেম্বর মাস নাগাদ। খুব শীঘ্রই এ ব্যাপারে  পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশেস বোর্ড অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে। 

 এ এন এম এবং জি এন এম কোর্সে কোন কলেজে কটি সিট দেখুন এই লিঙ্কে click here । 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন  পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশেস বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট https://wbjeeb.nic.in/ । 

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ