ইন্দো - টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে কনস্টেবল নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্দো - টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে কনস্টেবল পোস্টে শতাধিক কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৯ আগস্ট, ২০২২ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, ২০২২।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) কনস্টেবল (কারপেন্টার)
শূন্যপদ - ৫৬টি
২) কনস্টেবল (ম্যাসন)
শূন্যপদ - ৩১টি
৩) কনস্টেবল (প্লাম্বার)
শূন্যপদ - ২১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে একবছরের কোর্সের আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৭ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট, ডিটেলড মেডিক্যাল এক্সাম ও রিভিউ মেডিক্যাল এক্সামের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
পরীক্ষার সিলেবাস, নম্বর ধরণ, অ্যাডমিট কার্ড প্রভৃতি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে দেখুন ITBP এর অফিসিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in।
কেবলমাত্র পুরুষেরা আবেদন করতে পারবেন।
অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। তবে কাজের মান অনুযায়ী মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ITBP এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৯ আগস্ট, ২০২২ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, ২০২২।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ITBP এর অফিসিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।