ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 02/2022।
আবেদন করতে হবে অনলাইনে ৮ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) জুনিয়র টেকনিশিয়ান (টেকনিক্যাল)
শূন্যপদ - ৩০টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট অথবা প্রিন্টিং টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।
২) জুনিয়র টেকনিশিয়ান (কন্ট্রোল)
শূন্যপদ - ৩৮টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট অথবা প্রিন্টিং টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।
৩) জুনিয়র টেকনিশিয়ান (টেক সাপোর্ট ডিজাইন)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।
৪) জুনিয়র টেকনিশিয়ান (মেশিন শপ)
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।
৫) জুনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।
৬) জুনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রনিক)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।
৭) জুনিয়র টেকনিশিয়ান (স্টোর)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।
৮) জুনিয়র টেকনিশিয়ান (CSD)
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
বয়স - বয়স হতে হবে ৮ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বেতনক্রম ১৮,৭৮০/- টাকা - ৬৭,৩৯০/- টাকা।
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
অনলাইন লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে।
মোট ১২০ নম্বরের পরীক্ষার সময় সীমা ২ঘণ্টা। হিন্দি এবং ইংরেজি এই দুটি ভাষায় প্রশ্নপত্র করা হবে।
পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় সীমা ডিসেম্বর, ২০২২ বা জানুয়ারি, ২০২৩।
অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন SPMCIL এর অফিসিয়াল ওয়েবসাইট https://ispnasik.spmcil.com।
প্রবেশন পিরিয়ড - ১ বছর
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে SPMCIL এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে ৮ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন মূল্য ৬০০/- টাকা।
তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান এর ক্ষেত্রে কেবল ২০০/- টাকা জমা করতে হবে।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/IMPS/মোবাইল ওয়ালেট ইত্যাদির মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SPMCIL এর অফিসিয়াল ওয়েবসাইট https://ispnasik.spmcil.com।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ