ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনীতে ক্লার্ক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 10203/11/0022/2223।

উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৮ অক্টোবর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

পোস্ট - লোয়ার ডিভিশন ক্লার্ক

শূন্যপদ - ৬টি

যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ ও প্রতি মিনিটে ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৮ অক্টোবর, ২০২২ এর মধ্যে।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইট dgqadefence.gov.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে ডাকের মাধ্যমে এই ঠিকানায় - ' Directorate General of Quality Assurance, Chief Quality Assurance Establishment (Weapon Spares), DQAN/NMRL Complex,9th Floor, Naval Dockyard, Tiger Gate, Mumbai - 400023 '।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইট dgqadefence.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ