ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ মোট ১৪ টি ক্ষেত্রে  পেশাদারিত্ব বাড়াতে ভারত ও জাপানের মধ্যে সমঝোতা পত্র স্বাক্ষরিত হল।  আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এই চুক্তির মুখ্য উদ্দেশ্য। বিশেষ  বিশেষ কিছু ক্ষেত্রে দক্ষ কর্মী  তৈরির সাথে সাথে তাদের জাপানি ভাষায় পারদর্শী করে তোলা হবে। তাছাড়া কর্মীদের জাপানে পাঠানো, থাকার বন্দোবস্ত করা ও ঠিকঠাক কাজের সুযোগ সৃষ্টির দিকটিও এই চুক্তির মধ্যে রয়েছে।

 

এই চুক্তির ফলে ভারতীয় কর্মীদের পেশাগত দস্কতা অনেকটাই বৃদ্ধি পাবে যা চাকরির বাজারে তাদের কয়েক ধাপ এগিয়ে দেবে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। প্রশিক্ষণ দেওয়া হবে এই ১৪ টি বিষয়ে - nursing care, materials processing; industrial machinery manufacturin,; electric and electronic information, construction, shipbuilding and ship-related industries, automobile maintenance, aviation, lodging, agriculture, fisheries, food and beverage manufacturing and the food service industry। এই ১৪ টি ক্ষেত্রে যারা প্রশিক্ষণ নিয়ে জাপানে কাজ পাবেন তাদের জাপান সরকারের পক্ষ থেকে ‘Specified Skilled Worker’ এর পরিচয় দেওয়া হতে পারে বলে বিশেষ সূত্রে খবর।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ