ইন্দো - টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্দো - টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে কর্মী নিয়োগ করা হবে।
ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে অনলাইনে ৭ জুলাই, ২০২২ এর মধ্যে।
আরও পড়ুনঃ
- এবার চাকরি পাবেন আপনিও
- এয়ার ইন্ডিয়া তে এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ
- কনস্টেবল পোস্টে শূন্যপদ বেড়ে হল ২২৬৬, মাধ্যমিক পাশ হলে আবেদন করুন আজই
- যোগ্যতা থাকলেই চাকরির সুযোগ
- গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় ১০৬৭৬ অ্যাসিস্ট্যান্ট ও অফিসার নিয়োগ
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার) (ডিরেক্ট এন্ট্রি)
শূন্যপদ - ২১টি (পুরুষ - ১৯টি, মহিলা - ২টি)
২) অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার) (পার্সোনেল)
শূন্যপদ - ১৭টি
আরও পড়ুনঃ ক্যাশলেস পেমেন্ট হবে আরও সহজ, দেখুন নতুন নিয়ম
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে।
পাশাপাশি উচ্চতা হতে হবে ১৬৫সেমি ও বুকের ছাতির মাপ হতে হবে ৭৭সেমি - ৮২ সেমি এর মধ্যে।
মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫৫ সেমি।
আরও পড়ুনঃ আবারও লাইভে মঞ্চ কাঁপাতে ফিরছেন কেকে
বয়স - ডিরেক্ট এন্ট্রি এর ক্ষেত্রে বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
পার্সোনেল এর ক্ষেত্রে ৩৫ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়স ও উচ্চতার ছাড় আছে।
বেতনক্রম - ২৯,২০০/- টাকা - ৯২,৩০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, স্কিল টেস্ট, মেডিক্যাল পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আরও পড়ুনঃ ছিল মানুষ, হয়ে গেল কুকুর
প্রতিটি ধাপে উত্তীর্ণ হলে পরবর্তী ধাপের পরীক্ষা দিতে পারা যাবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ITBP এর অফিসিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in এর মাধ্যমে ৭ জুলাই, ২০২২ এর মধ্যে।
আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স - সার্ভিস ম্যান/ মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।
আরও পড়ুনঃ পরকীয়া সম্পর্ক অনুসন্ধান করে বৈচিত্র্যের
টাকা জমা করতে হবে অনলাইনে পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ITBP র অফিসিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in।