ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্দো - টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে মোট ১৮৬ জন কনস্টেবল নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ২৭ নভেম্বর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) হেড কনস্টেবল (মোটর মেকানিক)

শূন্যপদ - ৫৮টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট সহ তিন বছরের অভিজ্ঞতা 

অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৭ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা

 

২) কনস্টেবল (মোটর মেকানিক)

শূন্যপদ - ১২৮টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আই টি আই সার্টিফিকেট

অথবা তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৭ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

পাশাপাশি প্রতিটি পোস্টের ক্ষেত্রেই উচ্চতা থাকতে হবে ১৭০সেমি এবং বুকের ছাতির মাপ থাকতে হবে ৮০ সেমি থেকে ৮৫সেমি (আনএক্সপ্যান্ডেড ও এক্সপ্যান্ডেড)।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়স ও ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এ ছাড় আছে।

 

নির্বাচন পদ্ধতি

 

ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থীদের মেধা তালিকা প্রকাশিত করা হবে।

তালিকা অনুযায়ী শর্টলিস্টেড প্রার্থীদের মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।


অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ITBP এর অফিসিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে অনলাইনে ITBP এর অফিসিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in  এর মাধ্যমে ২৭ নভেম্বর, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স সার্ভিসম্যান এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ITBP এর অফিসিয়াল ওয়েবসাইট itbpolice.nic.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ