কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটে অ্যাসিস্ট্যান্ট, অপারেটর ও ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটে অ্যাসিস্ট্যান্ট, অপারেটর ও ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর REC-6/2021-3, KOL। বাছাই প্রার্থীদের কলকাতার প্রধান কার্যালয় সহ সারা ভারতে থাকা বিভিন্ন শাখা প্রতিষ্ঠান ও ইউনিটে নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে ২৩ জুলাই, ২০২১ এর মধ্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি - CLICK HERE
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
(১) Engineer (Electrical) A - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েট পাশরা ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। শূন্যপদ ২ টি। বেতনক্রম - ৪৪.৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।
(২) Engineering Assistant (Civil) A - উচ্চ মাধ্যমিক পাশের পর সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা এবং ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। শূন্যপদ ৩ টি। বেতনক্রম - ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।
(৩) Engineering Assistant (Electrical) A - উচ্চ মাধ্যমিক পাশের পর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা এবং ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। শূন্যপদ ৩ টি। বেতনক্রম - ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা। ইলেকট্রিক্যাল সুপারভাইজার এর লাইসেন্স থাকা চাই।
(৪) Electrician A - মাধ্যমিক ও আই টি আই পাশের পর ইলেকট্রিক্যাল ওয়ারম্যান (class (i) (b), (ii), (iii), (iv)) এর পারমিট থাকা প্রার্থীরা ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। শূন্যপদ ১৪ টি। বেতনক্রম - ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
(৫) Operator-Cum-Mechanic (Lift) A - ক্লাস এইট ও আই টি আই পাশের পর ইলেকট্রিক্যাল ওয়ারম্যান (class (i) (b)) এর পারমিট থাকা প্রার্থীরা ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। শূন্যপদ ৮ টি। বেতনক্রম - ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা। লিফট অপারেটর এর লাইসেন্স এবং কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই।
(৬) Driver A - মাধ্যমিক পাশ এবং হাল্কা ও ভারী গাড়ি চালানোর লাইসেন্স সহ অভিজ্ঞতা থাকা প্রার্থীরা ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। শূন্যপদ ১ টি। বেতনক্রম - ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
(৭) Cook A - উচ্চমাধ্যমিক ও কুকারি ট্রেডে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকা প্রার্থীরা ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। শূন্যপদ ১ টি। বেতনক্রম - ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।
(৮) Assistant (Library) A - উচ্চমাধ্যমিক ও লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট থাকা প্রার্থীরা ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। কম্পিউটার অপারেশন, টাইপিং এবং ডেটা এন্ট্রি তে কাজের জ্ঞান থাকতে হবে। শূন্যপদ ৬ টি। বেতনক্রম - ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
(৯) Assistant (Laboratory) A -উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেনিং বা ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেশন, এবং ডেটা এন্ট্রি তে কাজের জ্ঞান থাকা চাই। শূন্যপদ ৪ টি। বেতনক্রম - ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
(১০) Assistant (Repro-Photo) A - উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেনিং বা ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেশন, এবং ডেটা এন্ট্রি তে কাজের জ্ঞান থাকা চাই। শূন্যপদ ২ টি। বেতনক্রম - ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
(১১) Assistant (Farm) A - উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেনিং বা ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেশন, এবং ডেটা এন্ট্রি তে কাজের জ্ঞান থাকা চাই। শূন্যপদ ১ টি। বেতনক্রম - ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
ওপরে উল্লিখিত প্রতিটি পোস্টের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থী রা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বয়সের হিসেব করতে হবে ১ এপ্রিল, ২০২১ অনুযায়ী।
আবেদনের পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ২৩ জুলাই, ২০২১ এর মধ্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটের এই লিঙ্কে- https://www.isical.ac.in/jobs । আবেদনের ফি ৪০০ টাকা এবং প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা জমা করতে হবে। এস সি/ এস টি / মহিলা এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনও আবেদনের ফি লাগবে না। তবে প্রসেসিং ফি দিতে হবে।
আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট।