ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটে অ্যাসিস্ট্যান্ট, অপারেটর ও ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর  REC-6/2021-3, KOL। বাছাই প্রার্থীদের কলকাতার প্রধান কার্যালয় সহ সারা ভারতে থাকা বিভিন্ন শাখা প্রতিষ্ঠান ও ইউনিটে নিয়োগ করা হবে। 

আবেদন করতে হবে অনলাইনে ২৩ জুলাই, ২০২১ এর মধ্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি - CLICK HERE

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

(১) Engineer (Electrical) A - ইলেকট্রিক্যাল  ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েট পাশরা ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। শূন্যপদ ২ টি। বেতনক্রম - ৪৪.৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা। 

(২) Engineering Assistant (Civil) A - উচ্চ মাধ্যমিক পাশের পর সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা এবং ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা  ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। শূন্যপদ ৩ টি। বেতনক্রম - ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা। 

(৩) Engineering Assistant (Electrical) A - উচ্চ মাধ্যমিক পাশের পর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা এবং ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা  ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। শূন্যপদ ৩ টি। বেতনক্রম - ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা। ইলেকট্রিক্যাল সুপারভাইজার এর লাইসেন্স থাকা চাই। 

(৪) Electrician A - মাধ্যমিক ও আই টি আই পাশের পর ইলেকট্রিক্যাল ওয়ারম্যান (class (i) (b), (ii), (iii), (iv)) এর পারমিট থাকা প্রার্থীরা  ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। শূন্যপদ ১৪ টি। বেতনক্রম - ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা। 

(৫) Operator-Cum-Mechanic (Lift) A - ক্লাস এইট  ও আই টি আই পাশের পর ইলেকট্রিক্যাল ওয়ারম্যান (class (i) (b)) এর পারমিট থাকা প্রার্থীরা  ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। শূন্যপদ ৮ টি। বেতনক্রম - ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা। লিফট অপারেটর এর লাইসেন্স এবং কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই। 

(৬) Driver A - মাধ্যমিক পাশ এবং হাল্কা ও ভারী গাড়ি চালানোর লাইসেন্স সহ অভিজ্ঞতা থাকা প্রার্থীরা  ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। শূন্যপদ ১ টি। বেতনক্রম - ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।

(৭) Cook A - উচ্চমাধ্যমিক ও কুকারি ট্রেডে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকা প্রার্থীরা  ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। শূন্যপদ ১ টি। বেতনক্রম - ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।

(৮) Assistant (Library) A - উচ্চমাধ্যমিক ও লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট  থাকা প্রার্থীরা  ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। কম্পিউটার অপারেশন, টাইপিং এবং ডেটা এন্ট্রি তে কাজের জ্ঞান থাকতে হবে। শূন্যপদ ৬ টি। বেতনক্রম - ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।

(৯)  Assistant (Laboratory) A -উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা  ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেনিং বা ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  কম্পিউটার অপারেশন, এবং ডেটা এন্ট্রি তে কাজের জ্ঞান থাকা চাই। শূন্যপদ ৪ টি। বেতনক্রম - ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।

(১০) Assistant (Repro-Photo) A - উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা  ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেনিং বা ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  কম্পিউটার অপারেশন, এবং ডেটা এন্ট্রি তে কাজের জ্ঞান থাকা চাই। শূন্যপদ ২ টি। বেতনক্রম - ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।

(১১) Assistant (Farm) A - উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা  ৩৫ বছরের কম বয়স থাকলে আবেদনের যোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেনিং বা ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  কম্পিউটার অপারেশন, এবং ডেটা এন্ট্রি তে কাজের জ্ঞান থাকা চাই। শূন্যপদ ১ টি। বেতনক্রম - ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।

ওপরে উল্লিখিত প্রতিটি পোস্টের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থী রা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বয়সের হিসেব করতে হবে ১ এপ্রিল, ২০২১ অনুযায়ী। 

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ২৩ জুলাই, ২০২১ এর মধ্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটের এই লিঙ্কে-  https://www.isical.ac.in/jobs । আবেদনের ফি ৪০০ টাকা এবং প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা জমা করতে হবে। এস সি/ এস টি / মহিলা এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনও আবেদনের ফি লাগবে না।  তবে প্রসেসিং ফি দিতে হবে। 

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন  ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট।  

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ