ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্ডিয়ান অয়েল লিমিটেডের ইস্টার্ন রিজিওনাল অফিসের বিপণন বিভাগে ২০২১-২২ বর্ষে বিভিন্ন ট্রেডে মোট ৫৪৮জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - IOCL/MKTG/ER/APPR/2021-22/1।  আবেদন করতে হবে অনলাইনে ইন্ডিয়ান অয়েল লিমিটেডের  অফিসিয়াল ওয়েবসাইটে ৪ ডিসেম্বর, ২০২১ (বিকেল ৫টা) এর মধ্যে। 

ট্রেনিং দেওয়া হবে The Apprentices Act, 1961 অনুযায়ী।


মোট শূন্যপদ  - ৫৪৮টি(প্রতিবন্ধী - ২১টি সহ)
পশ্চিমবঙ্গ - ২৩৬টি
বিহার - ৬৮টি
উড়িষ্যা - ৬৯টি
ঝাড়খণ্ড - ৩৫টি
আসাম - ১১৯টি

ট্রেড অনুযায়ী যোগ্যতা 


১) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস 
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ (এসসি/এসটির ক্ষেত্রে ৪৫%) মেক্যানিকাল/ইলেকট্রিক্যাল/ইনস্ট্রুমেন্টেশন/সিভিল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা থাকতে হবে।

২) ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার/ইলেকট্রিশিয়ান/ইলেকট্রনিক মেকানিক/ইনস্ট্রুমেন্ট মেকানিক/মেসিনিস্ট)
যোগ্যতা - ফিটার/ইলেকট্রিশিয়ান/ইলেকট্রনিক মেকানিক/ইনস্ট্রুমেন্ট মেকানিক/মেসিনিস্ট - এ NCVT/SCVT স্বীকৃত আই টি আই পাশ হতে হবে।

৩) নন - টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্ট্যান্ট)
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ (এসসি/এসটি/ প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪৫%) যে কোনো বিষয়ে নিয়মিত পূর্ণ সময়ের স্নাতক হতে হবে।

৪) নন - টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস (ডেটা এন্ট্রি অপারেটর)  (ফ্রেশার অ্যাপ্রেন্টিস)
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ (এসসি/এসটি/ প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪৫%) যে কোনো শাখাতে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

৫) নন - টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস (ডেটা এন্ট্রি অপারেটর)  (স্কিল সার্টিফিকেট হোল্ডার্স)
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ (এসসি/এসটি/ প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪৫%) যে কোনো স্বীকৃত বোর্ড এবং ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এর অধীনে স্বীকৃত স্কিল সার্টিফিকেট (এক বছরের কম সময়ের ট্রেনিংএর জন্য) অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল্য পাশ হতে হবে।

৬) নন - টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস (রিটেল সেলস অ্যাসোসিয়েশন) (ফ্রেশার)
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ সহ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

৭) নন - টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস (রিটেল সেলস অ্যাসোসিয়েশন) (স্কিল সার্টিফিকেট হোল্ডার্স)
যোগ্যতা - কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও যে কোনো স্বীকৃত বোর্ড এবং ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এর অধীনে স্বীকৃত ' রিটেল ট্রেনি অ্যাসোসিয়েট ' স্কিল সার্টিফিকেট (এক বছরের কম সময়ের ট্রেনিংএর জন্য) থাকতে হবে।

বয়স হতে হবে ৩১ অক্টোবর, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে সরকারের নিয়ম বিধি অনুযায়ী বয়সের ছাড় আছে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে IOCLএর অফিসিয়াল ওয়েবসাইটে ৪ ডিসেম্বর, ২০২১ (বিকেল ৫টা) এর মধ্যে।

ওয়েবসাইটটি হল - https://iocl.com/apprenticeships 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ