IOCL recruitment: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন ট্রেডে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে দেশের বিভিন্ন রিজিয়নের পাইপলাইন ডিভিশনে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - PL/HR/ESTB/APPR-2022।
ট্রেনিং দেওয়া হবে Apprentices Act, 1961 অনুযায়ী।
আবেদন করতে হবে অনলাইনে ৩০ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য | IOCL recruitmet
বিভিন্ন ট্রেডে মোট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে - ৪৬৫জন
পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে মোট শূন্যপদ - ৪৫টি
যে যে ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল -
১) মেকানিকাল
শূন্যপদ - ১২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
মেয়াদ - ১ বছর
২) ইলেকট্রিক্যাল
শূন্যপদ - ১২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
মেয়াদ - ১ বছর
৩) টি অ্যান্ড আই
শূন্যপদ - ১২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
মেয়াদ - ১ বছর
৪) হিউম্যান রিসোর্স
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
মেয়াদ - ১ বছর
৫) অ্যাকাউন্টস/ফাইন্যান্স
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
মেয়াদ - ১ বছর
৬) ডেটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
মেয়াদ - ১৫মাস
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read Now
বয়স - প্রতিটি ট্রেডের ক্ষেত্রেই বয়স হতে হবে ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
স্টাইপেন্ড - স্টাইপেন্ড প্রদান করা হবে Apprentices Act 1961/1973 ও Apprentices Rules 1992 অনুযায়ী।
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ ১৮ ডিসেম্বর,২০২২।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট https://plapps.indianoil.in/।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট https://plapps.indianoil.in/ এর মাধ্যমে ৩০ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদনকারী কেবলমাত্র একটি ট্রেডের ক্ষেত্রেই আবেদন করতে পারবেন। একাধিক ট্রেডের অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করতে পারবেন না।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট https://plapps.indianoil.in/।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।