ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের হলদিয়া রিফাইনারিতে বিভিন্ন ট্রেডে শতাধিক অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর - HR/RECTT/01/2022(APP)

ট্রেনিং দেওয়া হবে Apprentice Act 1961 অনুযায়ী।

আবেদন করতে হবে অনলাইনে ২৩ অক্টোবর, ২০২২ এর মধ্যে।

 

ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) অ্যাটেনডেন্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট)

আসন সংখ্যা - ৪০টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বি.এসসি ডিগ্রী থাকতে হবে।

 

২) ফিটার

আসন সংখ্যা - ২০টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।

 

৩) বয়লার

আসন সংখ্যা - ৫টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বি.এসসি ডিগ্রী থাকতে হবে।

 

৪) টেকনিশিয়ান

আসন সংখ্যা - ৭০টি

যোগ্যতা - কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/রিফাইনারি বা পেট্রো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।

 

৫) টেকনিশিয়ান

আসন সংখ্যা - ১৫টি

যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।

 

৬) টেকনিশিয়ান

আসন সংখ্যা - ১০টি

যোগ্যতা - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।

 

৭) টেকনিশিয়ান 

আসন সংখ্যা - ৫টি

যোগ্যতা - ইন্সট্রুমেন্টেশন/ইন্সট্রুমেন্টেশন ও ইলেকট্রনিক্স/ইন্সট্রুমেন্টেশন ও কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।

 

৮) সেক্রেটারিয়েল অ্যাসিস্ট্যান্ট

আসন সংখ্যা - ৪টি

যোগ্যতা - যে কোন শাখাতে গ্র্যাজুয়েট পাশ হতে হবে।

 

৯) অ্যাকাউন্ট্যান্ট

আসন সংখ্যা - ৫টি

যোগ্যতা - বি.কম ডিগ্রী থাকতে হবে।

 

১০) ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার)

আসন সংখ্যা - ৬টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

 

১১) ডেটা এন্ট্রি অপারেটর (স্কিলড সার্টিফাইড হোল্ডার)

আসন সংখ্যা - ৩টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট থাকতে হবে।

ট্রেনিং পিরিয়ড - ১ বছর। কেবল বয়লার এর ক্ষেত্রে ট্রেনিং পিরিয়ড ২ বছর এবং সেক্রেটারিয়েল অ্যাসিস্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর ( ফ্রেশার ও স্কিলড উভয়) এর ক্ষেত্রে ট্রেনিং পিরিয়ড ১৫ বছর।

 

নির্বাচন পদ্ধতি

 

লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ ৬ নভেম্বর, ২০২২।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সম্ভাব্য তারিখ ১ নভেম্বর, ২০২২ থেকে ৫ নভেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত।

পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাব্য তারিখ ২১ নভেম্বর, ২০২২।

ডকুমেন্ট ভেরিফিকেশন এর সম্ভাব্য তারিখ ২৮ নভেম্বর, ২০২২  থেকে ৭ ডিসেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত।

অ্যাডমিট কার্ড ডাউনলোড ও পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com এর মাধ্যমে ২৩ অক্টোবর, ২০২২ এর মধ্যে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ