ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করছে কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি।

উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৫ নভেম্বর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) পোস্ট - জুনিয়র অ্যাসিস্ট্যান্ট

বিজ্ঞপ্তি নম্বর - IIITK/Rectt/NF/22-23/23

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ

বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।

বেতন - ২১,৭০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

২) পোস্ট - সুপারিটেনডেন্ট - টেকনিক্যাল (নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমস)

বিজ্ঞপ্তি নম্বর - IIITK/Rectt/NF/22-23/24

শূন্যপদ - ১টি

যোগ্যতা - CSE/ECE/IT বিষয়ে বি.ই/বি.টেক/এম.এসসি ডিগ্রী অথবা

কমপক্ষে ৬০% নম্বর সহ এমসিএ বা সমতুল্য বিষয়ে ডিগ্রী

পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।

বেতন - ৩৫,৪০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

নির্বাচন পদ্ধতি

 

ইন্টারভিউ/প্রেজেন্টেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

চুক্তিভিত্তিক অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৫ নভেম্বর, ২০২২ এর মধ্যে।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.iiitkalyani.ac.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Deputy Registrar, Indian Institute of Information Technology,  Kalyani, WEBEL IT Park, (Near Buddha Park), Kalyani - 741235, Nadia, West Bengal '।

পাশাপাশি দুটি পোস্টের ক্ষেত্রেই আবেদনপত্রের সফট কপি পাঠাতে হবে এই ইমেল আইডিতে - recruitment@iiitkalyani.ac.in

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.iiitkalyani.ac.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ