ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ আই ডি বি আই ব্যাঙ্ক এক্সিকিউটিভ পোস্টে ৯২০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 4/2021-22। আবেদন করতে হবে অনলাইনে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ১৮ আগস্ট, ২০২১ এর মধ্যে। 

অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ ৫ সেপ্টেম্বর, ২০২১। 

আবেদনের অফিসিয়াল লিঙ্ক CLICK HERE

যোগ্যতা

কমপক্ষে ৫৫ % নম্বর সহ (এস সি/ এস টি / প্রতিবন্ধী ৫০% নম্বর) যে কোনও শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।  কম্পিউটারে কাজের জ্ঞান থাকতে হবে। মনে রাখতে হবে  গ্র্যাজুয়েট হওয়া চাই ১ জুলাই, ২০২১ এর মধ্যে ।

বয়স হতে হবে ১জুলাই, ২০২১ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে। এস সি / এস টি ৫ বছর, ও বি সি ৩ বছর এবং প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE

শূন্য পদ

মোট শূন্য পদ ৯২০ টি । এর মধ্যে অসংরক্ষিত ৩৭৩ টি, এস সি ১৩৮ টি, এস টি ৬৯ টি, ও বি সি ২৪৮ টি। অর্থনৈতিক ভাবে দুর্বল ৯২ টি এবং প্রতিবন্ধী ৩৬ টি পোস্ট রয়েছে। 

নিয়োগ পদ্ধতি

অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। মোট ১৫০ নম্বরের অনলাইন টেস্টে প্রশ্ন থাকবে এই ৩ টি বিষয়ে - রিজনিং, ইংরেজি এবং কোয়ানটিটেটিভ অ্যাপটিটিউড। প্রতিটি বিষয়ে ৫০ টি করে প্রশ্ন থাকবে। মোট সময় ৯০ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। 

কলকাতা সহ সারা ভারতের প্রায় ৩০ টির ও বেশি পরীক্ষা কেন্দ্রে ৫ সেপ্টেম্বর, ২০২১ তারিখে অনলাইন টেস্ট নেওয়া হবে। অনলাইন টেস্টে পাশ করলে ডকুমেন্ট ভেরিফিকেসান এবং মেডিক্যাল টেস্ট নেওয়া হবে। কোন ইন্টারভিউ নেওয়া হবে না। অনলাইন টেস্টে পাওয়া নম্বরের ভিত্তিতে ফাইনাল মেধা তালিকা তৈরি করা হবে। 

বেতন

প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে নিয়োগ হলেও কাজের যোগ্যতার ভিত্তিতে আরও ২ বছর চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে। সফলভাবে ৩ বছর পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ করতে পারলে সিলেকশন প্রসেসের মাধ্যমে আই ডি বি আই ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পোস্টে নিয়োগ হবে। চুক্তি ভিত্তিক কাজের সময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছর যথাক্রমে মাসিক ২৯,০০০ টাকা, ৩১,০০০ টাকা এবং ৩৪,০০০ টাকা বেতন দেওয়া হবে। 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ১৮ আগস্ট, ২০২১ এর মধ্যে। 

আবেদনের অফিসিয়াল লিঙ্ক CLICK HERE 

আবেদনের ফি ১০০০ টাকা  (APPLICATION FEE + INTIMATION CHARGES)। এস সি/ এস টি / প্রতিবন্ধী দের ক্ষেত্রে কেবলমাত্র ইন্টিমেশান চার্জ বাবদ ২০০ টাকা জমা করতে হবে। আবেদনের কোন ফি দিতে হবে না। অনলাইনে আবেদন করার পর একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি [নিজের কাছে রেখে দেবেন। পরে কাজে লাগবে।

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন আই ডি বি আই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ