ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ আই সি এ আর - ন্যাশনাল ডেয়ারী রিসার্চ ইনস্টিটিউটে (ICAR - NDRI)  কর্মী নিয়োগ করা হবে। 

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ হবে ৩১ অক্টোবর, ২০২২ তারিখে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

পোস্ট - প্রোজেক্ট অ্যাসোসিয়েট - I

শূন্যপদ - ১টি

যোগ্যতা - এগ্রিকালচারাল সায়েন্সেস/লাইফ সায়েন্সেস/ MVSC তে মাস্টার্স ডিগ্রী অথবা ECE/কম্পিউটার সায়েন্স/মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

পারিশ্রমিক - NET পরীক্ষা দ্বারা সিলেক্ট হলে ৩১,০০০/- টাকা প্রদান করা হবে।

অন্যান্য হলে ২৫,০০০/- টাকা।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

১৮ মাসের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

 

আবেদন পদ্ধতি

 

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ হবে ৩১ অক্টোবর, ২০২২ তারিখে।

সময় - ১০টা থেকে।

ঠিকানা - ICAR - National Dairy Research Institute, Eastern Regional Station, A12 Block, Kalyani, Nadia, West Bengal - 741235

৩০ মিনিট আগে প্রয়োজনীয় তথ্যাদি সহ উপরিউক্ত ঠিকানায় পৌঁছতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.ndri.res.in/job-opportunities

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ