ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ আই সি এ আর - ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে মাইক্রোবায়োলজি ডিভিশনে ফিল্ড ওয়ার্কার পদে কর্মী নিয়োগ করা হবে।

উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ হবে ১৬ নভেম্বর, ২০২২ তারিখে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) পোস্ট - আনস্কিলড / সেমি স্কিলড লেবার (ফিল্ড ওয়ার্কার)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। 

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

স্টাইপেন্ড - ১৮,০০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আবেদন পদ্ধতি

 

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে ১৬ নভেম্বর, ২০২২ তারিখে।

ঠিকানা - Division of Microbiology, ICAR - IARI, New Delhi - 110012

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IARI এর অফিসিয়াল ওয়েবসাইট www.iari.res.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ