ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক: পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে থাকা মোট ৪৩ টি  আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় অফিসার ( scale - l, ll, lll)  এবং অফিস অ্যাসিস্ট্যান্ট ( মাল্টিপারপাস ) পদে মোট ১০,৬৭৬ জন নিয়োগ করা হবে। এই নিয়োগ পরিচালনার দায়িত্বে রয়েছে আই বি পি এস। প্রার্থী  বাছাই হবে আই বি পি এস এর কমন রিক্রুটমেন্ট প্রসেস (CRP RRBs X) এর মাধ্যমে।  যোগ্যতা সাপেক্ষে একজন দুটি পদের জন্য ও আবেদন করতে পারবেন। আবেদন  করতে হবে অনলাইনে IBPS এর অফিশিয়াল ওয়েবসাইটে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন, ২০২১।

সূত্রের খবর, আগামী বছরের শুরুতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাই খুব কম সময়ে অর্থাৎ বিজ্ঞপ্তি বেরোনোর প্রায় ৬ থেকে ৭ মাসের মধ্যে যোগ্য প্রার্থীরা চাকরি পেয়ে যাবেন।

অফিসার স্কেল-১ এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে যে অঞ্চলের গ্রামীণ ব্যাঙ্কের জন্য আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে। যদি তা না হয় তাহলে নিয়োগ হওয়ার ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় ভাষায় নিজেকে দক্ষ করে নিতে হবে।

ক্লাস এইট পর্যন্ত যদি সংশ্লিষ্ট স্থানীয় ভাষা পড়ে থাকেন বা, সংশ্লিষ্ট স্থানীয় ভাষার কোনও কোর্স করে থাকেন এবং তার সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট স্থানীয় ভাষায় দক্ষ বলে বিবেচিত হবেন।

পোস্ট অনুযায়ী শূন্যপদ

 

Post Name

Category-wise Vacancy

Total Vacancies

SC

ST

OBC

EWS

UR

Office Assistant (Multipurpose)

881

345

1321

483

2275

5305

Officer Scale I

617

304

1100

387

1711

4119

Officer Scale-II (Agriculture Officer)

03

01

07

01

13

25

Officer Scale-II (Marketing Officer)

07

02

10

03

21

43

Officer Scale-II (Treasury Manager)

00

00

01

00

08

09

Officer Scale-II (Law)

03

03

06

01

14

27

Officer Scale-II (CA)

03

03

09

02

15

32

Officer Scale-II (IT)

07

03

13

04

32

59

Officer Scale II(General  Banking Officer)

132

63

247

78

386

906

Officer Scale-III

27

15

53

14

42

151

Total

1680

739

2767

973

4517

10,676

 

পোস্ট অনুযায়ী  যোগ্যতা

 

(১) পোস্ট - অফিস অ্যাসিস্ট্যান্ট ( মাল্টিপারপাস ) 

 

শিক্ষাগত যোগ্যতা – যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে-কোনো বিষয়ে  গ্রাজুয়েট  এবং আঞ্চলিক ভাষা জানা থাকলে আবেদনের যোগ্য। কম্পিউটারে কাজের জ্ঞান থাকলে ভালো হয়।

 

বয়সসীমা - ১ জুন, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।  অর্থাৎ প্রার্থীর জন্মতারিখ হওয়া চাই ২ জুন, ১৯৯৩ থেকে ১ জুন,২০০৩ এর মধ্যে।

 

(২) পোস্ট - অফিসার (স্কেল -l) অ্যাসিস্ট্যান্ট ম্যনেজার

 

শিক্ষাগত যোগ্যতা - যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে-কোনো বিষয়ে গ্রাজুয়েট  এবং আঞ্চলিক ভাষা জানা থাকলে  আবেদনের যোগ্য। এগ্রিকালচার , হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমেল হাজবেন্ড্রী, ভেটেনারী সাইন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং এন্ড কো-অপারেশন, ইনফরমেশন  টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল,  ইকোনমিক্স এন্ড অ্যাকাউনটেন্সি বিষয়গুলিতে ডিগ্রি থাকলে অগ্রাধিকার  দেওয়া হবে। কম্পিউটারে কাজ্রর জ্ঞান থাকলে ভালো হয়।

 

বয়সসীমা - ১ জুন, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।  অর্থাৎ প্রার্থীর জন্মতারিখ হওয়া চাই ৩ জুন, ১৯৯১ থেকে ৩১ মে,২০০৩ এর মধ্যে।

 

(৩) পোস্ট - অফিসার ( স্কেল -ll ) জেনারেল ব্যাঙ্কিং অফিসার ( ম্যানেজার )  

 

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট কমপক্ষে ৫০ % নম্বর সহ গ্রাজুয়েট এবং ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য। সেইসঙ্গে ব্যাঙ্কিং /ফিন্যান্স/মার্কেটিং / এগ্রিকালচার/হর্টিকালচার /ফরেস্ট্রি /অ্যানিমেল হাজবেন্ড্রী/ভেটেনারি সাইন্স / এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং /পিসিকালচার / এগ্রিকালচার মার্কেটিং এন্ড কোঅরপোরেশন/ইনফরমেশন টেকনোলজি / ম্যানেজমেন্ট / ল / ইকোনমিক্স / অ্যাকাউন্টেন্সিতে ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

(৪) পোস্ট - অফিসার স্কেল - ll স্পেশালিস্ট অফিসার্স  ম্যানেজার

 (ক) Information Technology Officer

শিক্ষাগত যোগ্যতা -  যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট কমপক্ষে ৫০% নম্বর সহ ইলেকট্রনিক/কমিউনিকেশন /কম্পিউটার সাইন্স/ইনফরমেশন টেকনোলজি বিষয়ে গ্রাজুয়েট এবং ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

(খ) Chartered Accountant 

শিক্ষাগত যোগ্যতা -   সি এ পাশ এবং ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই।

(গ) Law Officer 

শিক্ষাগত যোগ্যতা -    কমপক্ষে ৫০% নম্বর সহনম্ব্র নিয়ে আইনে গ্র্যাজুয়েট। ল অফিসার বা অ্যাডভোকেট হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

(ঘ)Treasury Manager

শিক্ষাগত যোগ্যতা -     ফিনান্সে এম বি এ বা সি এ পাশ।  সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

(ঙ) Marketing Officer

শিক্ষাগত যোগ্যতা -     মার্কেটিং এ এম বি এ এবং ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য।

(চ) Agricultural Officer

শিক্ষাগত যোগ্যতা -      কমপক্ষে ৫০% নম্বর নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে এই সকল বিষয়ে- Agriculture/ Horticulture/ Dairy/ Animal Husbandry/ Forestry/ Veterinary Science/ Agricultural Engineering/ Pisciculture। সেইসঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা - ১ জুন, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে।  অর্থাৎ প্রার্থীর জন্মতারিখ হওয়া চাই ৩ জুন, ১৯৮৯ থেকে ৩১ মে,২০০০ এর মধ্যে।

 

(৫) পোস্ট - অফিসার স্কেল – lll সিনিয়র ম্যনেজার

 

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট কমপক্ষে ৫০% নম্বর সহ গ্রাজুয়েট পাশ এবং ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হিসেবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য।   ব্যাঙ্কিং/  ফিন্যান্স/ মার্কেটিং/ এএগ্রিকালচার/ হর্টিকালচার/ ফরেস্ট্রি/ অ্যানিমেল হাজবেন্ড্রী /ভেটেনারি সাইন্স/ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/পিসিকালচার/ এগ্রিকালচার মার্কেটিং এন্ড কোঅরপরেশন/ ইনফরমেশন টেকনোলজি/ম্যানেজমেন্ট/ ল/ইকোনমিক্স/এবং অ্যাকাউন্টেন্সি-তে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

 

বয়সসীমা - ১ জুন, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।  অর্থাৎ প্রার্থীর জন্মতারিখ হওয়া চাই ৩ জুন, ১৯৮১ থেকে ৩১ মে,২০০০ এর মধ্যে। 

 তবে উপরিউক্ত প্রতিটি পোস্টের ক্ষেত্রে-ই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। কোন শ্রেণির প্রার্থীরা বয়সে কতটা করে ছাড় পাবেন তার তালিকা নীচে দেওয়া হল ---

Category

Age Relaxation

SC/ST

5 years

OBC

3 years

PWD

10 years

Ex-Servicemen/Disabled Ex-Servicemen

Actual period of service rendered in the defence forces + 3 years (8 years for Disabled Ex-Servicemen belonging to SC/ST) subject to a maximum age limit of 50 years

Widows, Divorced women and women legally separated from their husbands who have not remarried

9 years

 

নিয়োগ পদ্ধতি

অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে কোনও ইন্টারভিউ হবে না । মেন পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। 

Officer Scale-II (General Banking Officer) Officer Scale-II (Specialist Cadre) Officer Scale- III পোস্টের একটি মাত্র পরীক্ষা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে আই বি পি এস এর ওয়েবসাইটে।

 

IBPS Assistant Preliminary Exam Pattern

S. No.

Section

Question

Marks

Duration

1.

Reasoning

40

40

A cumulative time of 45 mins

2.

Numerical Ability

40

40

 

Total

80

80

 

 

IBPS Assistant Mains Exam Exam Pattern

S. No.

Section

Question

Marks

Duration

1

Reasoning Paper

40

50

A cumulative time of 2 hours is provided

2

General Awareness Paper

40

40

3

Numerical Ability Paper

40

50

4

English/Hindi Language Paper

40

40

5

Computer Knowledge

40

20

 

Total

200

200

 

 

IBPS RRB 2021 Officer Grade Preliminary Examination

S. No.

Section

Question

Marks

Duration

1.

Reasoning

40

40

A cumulative

2.

Numerical Ability

40

40

time of 45 mins

Total

80

80

-

 

IBPS RRB 2021 Mains Exam (Officer Scale-I)

S. No.

Section

Question

Marks

Duration

1

Reasoning

40

50

A cumulative

2

General Awareness

40

40

time of

3

Numerical Ability

40

50

2 hours is

4

English/Hindi Language

40

40

provided

5

Computer Knowledge

40

20

 
 

Total

200

200

 

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে, lBPS এর অফিশিয়াল ওয়েবসাইটে ২৮ জুন, ২০২১ এর মধ্যে।

আবেদনের ফি

Officer (Scale I, II & III)
- Rs.175/- for SC/ST/PWBD candidates.
- Rs.850/- for all others
Office Assistant (Multipurpose)
- Rs.175/- for SC/ST/PWBD/EXSM candidates.
- Rs.850/- for all others

 

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট- https://www.ibps.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ