রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৫৮৩০ জন ক্লার্ক নিয়োগ, আবেদন শুরু আজ থেকেই
স্কিল বেঙ্গল ডেস্কঃ সারা দেশের মোট ১১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৫৮৩০ জন ক্লার্ক নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করা হবে আই বি পি এস এর কমন রিটেন এক্সামের (IBPS CRP CLERKS-XI) মাধ্যমে।
আই বি পি এস এর কমন রিটেন এক্সামে পাশ করলে চাকরির সুযোগ পাওয়া যাবে মোট ১১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে - Bank of Baroda, Canara Bank, Indian Overseas Bank, UCO Bank, Bank of India, Central Bank of India, Punjab National Bank, Union Bank of India, Bank of Maharashtra, Indian Bank এবং Punjab & Sind Bank।
মোট শূন্য পদের সংখ্যা আরও বাড়তে পারে কারণ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত এখনও অনেক ব্যাঙ্ক থেকে শূন্য পদ জানানো হয়নি।
⇒ অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE
⇒ অনলাইন আবেদনের অফিসিয়াল লিঙ্ক CLICK HERE
ব্যাঙ্ক গুলির পশ্চিমবঙ্গ শাখায় শূন্যপদ
মোট ১১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে শূন্যপদ CLICK HERE
যোগ্যতা
যে কোন ও শাখায় গ্র্যাজুয়েট এবং কম্পিউটার অপারেশানে সার্টিফিকেট / ডিপ্লোমা / ডিগ্রি অথবা স্কুল / কলেজে কম্পিউটার/ আই টি একটি বিষয় হিসেবে পড়ে থাকতে হবে। যে রাজ্যে চাকরি পেতে পছন্দ করবেন সেখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এ কথা বলা, পড়া এবং লেখায় দক্ষতা থাকা চাই।
মনে রাখতে হবে ১ আগস্ট, ২০২১ এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ গ্রাজুয়েশান এর ফাইনাল পরীক্ষার ফল প্রকাশিত হওয়া চাই।
বয়স হতে হবে ১ জুলাই, ২০২১ অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে। এস সি / এস টি ৫ বছর, ও বি সি ৩ বছর এবং প্রতিবন্ধীরা বয়সের ঊর্ধসীমায় ১০ বছর ছাড় পাবেন।
নির্বাচন পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে আই বি পি এস এর কমন রিটেন এক্সামের (IBPS CRP CLERKS-XI) মাধ্যমে। পরীক্ষা নেওয়া হবে দুটি ধাপে - প্রিলিমিনারি এবং মেন। প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ ২৮ আগস্ট, ২৯ আগস্ট এবং ৪ সেপ্টেম্বর, ২০২১। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে মেন পরীক্ষায় বসার সুযোগ পাবেন। মেন পরীক্ষা নেওয়া হতে পারে ৩১ অক্টোবর, ২০২১ তারিখে। অনলাইন অবজেক্টিভ টাইপ কম্পিউটার বেসড প্রিলি ও মেন পরীক্ষায় নেগেটিভ মার্কস রয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। মেন পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে ফাইনাল মেধা তালিকা তৈরি করা হবে। কোন ইন্টারভিউ নেওয়া হবে না।
প্রিলিমিনারি ও মেন পরীক্ষার সিলেবাস
গুরুত্বপূর্ণ তারিখ একনজরে
আবেদনের পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ১ আগস্ট, ২০২১ এর মধ্যে আই বি পি এস এর অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের ফি ৮৫০ টাকা ( SC/ST/PWBD/EXSM দের ক্ষেত্রে ১৭৫ টাকা)।
অনলাইন আবেদনের অফিসিয়াল লিঙ্ক CLICK HERE
এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট https://www.ibps.in/।