কর্মী নিয়োগ করছে ইন্টেলিজেন্স ব্যুরো
স্কিল বেঙ্গল ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরোর বিভিন্ন শাখাতে মোট ১৫০ জন অফিসার নিয়োগ করা হবে।
আরও পড়ুন - ট্রেনিং এর সময় মাসিক ৫৫ হাজার টাকা স্টাইপেন্ড, আজই আবেদন করুন
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য। আবেদন করতে হবে অনলাইনে ৭ মে, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি
শূন্যপদ - ৫৬টি
২) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন
শূন্যপদ - ৯৪টি
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Now
আরও পড়ুন -
যোগ্যতা
ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে কোন একটি বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী
অথবা,
ইলেকট্রনিক্স/ ফিজিক্স সহ ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/কম্পিউটার সায়েন্স বিষয় সহ এম.এসসি ডিগ্রী বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
আবেদনকারীকে অবশ্যই GATE ২০২০/২০২১/২০২২ এর পরীক্ষার্থী হতে হবে।
বয়স - বয়স হতে হবে ৭ মে, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
GATE এর পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্ট সিলেক্টেড প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
ইন্টারভিউতে মূলতঃ দুটি ধরণের প্রশ্ন করা হবে। বিষয়ভিত্তিক এবং সংশ্লিষ্ট ফিল্ড ও কমিউনিকেশন স্কিলস ভিত্তিক।
GATE এ প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউ এর ফলাফল অনুযায়ী চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থীদের নামের মেধা তালিকা প্রকাশিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে MHA/NCS এর অফিসিয়াল ওয়েবসাইট www.mha.gov.in/www.ncs.gov.in এর মাধ্যমে ৭ মে, ২০২২ এর মধ্যে। আবেদন করার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদন মূল্য ১০০/- টাকা। এসসি/এসটি/এক্স- সার্ভিসম্যান/মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI/SBI চালানের মাধ্যমে।
SBI চালানের মাধ্যমে টাকা জমা করার শেষ তারিখ ১০ মে,২০২২।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন MHA এর অফিসিয়াল ওয়েবসাইট https://mharecruitment.in/notification_mha.aspx ।