IACS recruitment: ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এ নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এ মাল্টি টাস্কিং স্টাফ এবং অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে।
মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
বিজ্ঞপ্তি নম্বর - IACS/ADVT/P/02
১) মাল্টি টাস্কিং স্টাফ
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - ফ্রেশার্সদের জন্যে বয়স হতে হবে ৩১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতন - ১৮,০০০/- টাকা\
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download now
বিজ্ঞপ্তি নম্বর - IACS/ADVT/P/01
২) সিকিউরিটি অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রীর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - নিয়ম বিধি অনুযায়ী বয়স থাকতে হবে।
বেতন - ৪৪,৯০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download now
নির্বাচন পদ্ধতি
প্রতিটি পোস্টের ক্ষেত্রেই স্ক্রিনিং, লিখিত এবং স্কিল/ট্রেড টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে IACS এর অফিসিয়াল ওয়েবসাইট www.iacs.res.in থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Indian Association for the Cultivation of Science, Jadavpur, Kolkata - 700032 '।
খামের উপর লিখতে হবে - ' APPLICATION FOR THE POST OF........ . '।
আবেদন মূল্য ১০০০/- টাকা। এসসি/এসটি/মহিলা দের ক্ষেত্রে আবেদন মূল্য ৫০০/- টাকা।
টাকা জমা করতে হবে SBI ব্যাঙ্কে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of " INDIAN ASSOCIATION FOR THE CULTIVATION OF SCIENCE " payable at Kolkata '।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IACS এর অফিসিয়াল ওয়েবসাইট www.iacs.res.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ