ব্যাংক জালিয়াতি থেকে রক্ষা পেতে মানতেই হবে এই সকল বিষয়
স্কিল বেঙ্গল ডেস্কঃ আজকাল এটিএম থেকে টাকা লুট বা ফোন করে otp নিয়ে টাকা প্রতারণার ঘটনা প্রায়ই সংবাদের শিরোনামে থাকে। কিন্তু এর হাত থেকে রেহাই পাবেন কি ভাবে? সতর্কতা সব চেয়ে বড়ো উপায়। কিন্তু কি ভাবে সতর্ক থাকবেন? প্রথমেই জেনে নেওয়া যাক সাধারণত কোন কোন মাধ্যমে জালিয়াতরা আমাদের অসাবধানতার সুযোগ নেয়-
ব্যাংক জালিয়াতির বিভিন্ন মাধ্যম
(১) ব্যস্ততার সময় প্রতারক দের ফোন - আমরা প্রত্যেকেই দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যস্ত থাকি মনে রাখতে হবে এই ব্যাস্ততার সুযোগ নেয় প্রতারক রা। খেয়াল করে দেখবেন ব্যস্ততার সময় প্রতারকরা ফোন করে কোন না কোন অছিলায় আমাদের মুখ থেকেই ব্যাংকের Account no, বা Debit Card এর তথ্য,Otp,অথবা Upi Pin জেনে নেয়। অনেক সময় kyc আপডেট করার নাম করেও প্রতারকরা Application Download করিয়ে চুরি করতে পারে আপনার ব্যাংকের যাবতীয় তথ্য।
(২) অনলাইন প্লাটফর্ম - আমরা কম বেশি সকলেই Online platform এ কেনা বেচা তে যুক্ত থাকি। মনে রাখতে হবে এই ধরনের app গুলোতে অনেক সময় প্রলোভন দেখানো হয়। আর আমরা সেই ফাঁদে পা দি। অনেকে বিশ্বাস করে বা লোভের বশবর্তী হয়ে অচেনা লোকের হাতে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য তুলে দেন।
(৩) সোশ্যাল মিডিয়ার আকর্ষণীয় বিজ্ঞাপন - আবার অনেক সময় সোশ্যাল মিডিয়া তে দেখা যায় নানা ধরনের আকর্ষণীয় বিজ্ঞাপন। সেখানে দামি দামি জিনিস অতি সস্তায় দেবার প্রলোভন দেখেনো হয়। সস্তায় ইলেকট্রনিক্স দ্রব্য বিক্রি,জামা কাপড় বিক্রি অথবা সল্প মূল্যে লোভনীয় খাবারের বিজ্ঞাপন থাকে।অত্যন্ত কম দামে তা সরবরাহ করার প্রতিশ্রুতি দেওয়া হয়।সেই বিজ্ঞাপনে ক্লিক করলেই আপনার যাবতীয় তথ্য চলে যায় প্রতারক দের হাতে।
(৪) কাস্টমার কেয়ার নম্বর - আবার বিভিন্ন কাস্টমার সার্ভিস সংক্রান্ত ঘটনায় মানুষ কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করে করে অভিযোগ জানায়। কিন্তু মনে রাখতে হবে Google Search এর মাধ্যমে প্রাপ্ত কোনও কাস্টমার কেয়ার নম্বরে ফোন করে কখনোই ব্যাংক সংক্রান্ত তথ্য দেওয়া উচিত নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ওই যোগাযোগ নম্বর নম্বরটি ভুয়ো। এটি টাকা হাতানোর একটি মাধ্যম।
চলুন জেনে কি ঠিক কি কি সতর্কতা অবলম্বন করে আপনি ব্যাংক জালিয়াতি থেকে নিজের জমানো টাকা রক্ষা করতে পারবেন.....
এই ক্ষেত্রে মনে রাখতে হবে বেশ কিছু বিষয়-
১। UPI PIN শুধুমাত্র টাকা পাঠানোর কাজে প্রয়োজন হয় টাকা পেতে এই পিন লাগেনা। তাই কেউ যদি আপনার কাছে আপনার upi পিন নাম্বার টি চায় দেবেন না।
২। যে কোন ওয়েবসাইট থেকে APPLICATION DOWNLOAD করার আগে সেটি সঠিক কিনা যাচাই করে নিন। ভুল এপ্লিকেশন ডাউনলোড করলেই আপনার ব্যাংকের যাবতীয় তথ্য চলে যেতে পারে প্রতারক দের হাতে।
৩।একটা বিষয় সব সময় মনে রাখবেন ব্যাংক থেকে ফোন করে কখনও তথ্য যাচাই করে না, বা এটিএম নাম্বার, otp নাম্বার চায় না। তাই এই ধরণের ফোন এলে সাথে সাথে ব্যাংক এবং প্রশাসন এর দ্বারস্থ হন।
৪। কোন অবস্থাতেই অচেনা অজানা কাউকে আপনার OTP/MPN/UPI PIN শেয়ার করতে যাবেন না। তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন।
৫।একটা বিষয় সব সময় মনে রাখবেন 'OTP ই হল আপনার রক্ষাকবচ।' আপনি যদি OTP বা ব্যাঙ্ক সংক্রান্ত কোনো তথ্য অজানা অচেনা কাউকে শেয়ার না করেন তাহলে কখনোই আপনি প্রতারণার শিকার হবেন না।
6 | গুগুল সার্চ করে পাওয়া কাস্টমার কেয়ার এর নম্বর এ ফোন করে অভিযোগ জানাতে গিয়ে ব্যাঙ্ক সম্পর্কিত তথ্য দেবেন না। প্রয়োজনে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট বা অ্যাপ থেকে কাস্টমার কেয়ার এর নম্বর খুঁজে বের করুন। না পেলে অখানে থাকা যোগাযোগ নম্বরে ফোন করে বিশদে জেনে নিন কাস্টমার কেয়ার এর নম্বর।
6) অনলাইন প্লাটফর্মে কম দামে জিনিস পাওয়ার চক্করে কখনই অচেনা কাউকে আপনার ব্যাঙ্ক সম্পর্কিত তথ্য দেবেন না।
ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত তথ্য লালবাজারের অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড সেকশানে জানাতে ফোন করুন এই নম্বরে- ৮৫৮৫০৬৩১০৪।
সুরক্ষিত থাকুন। আর তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। আপনি নিজে সচেতন থাকুন এবং অন্য দের কেও সচেতন করুন। আপনি নিজে সচেতন হওয়ার পাশাপাশি আপনার পরিচিত সবাইকে সচেতন করতে এই প্রতিবেদন টি শেয়ার করুন।