ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সারা বিশ্ব জুড়েই করোনার বাই ডিফল্ট প্রোডাক্ট হল অনিশ্চিত কাজের বাজার। কিন্তু এইভাবে অনিশ্চয়তার দিন গুজরান আর কতদিন ? এই উত্তর না আপনার জানা রয়েছে , না আমাদের। করোনা হয়ত চলে যাবে একদিন, কিন্তু কে বলতে পারে আবার ও এমন বিপর্যয় যে অন্যরূপে আসবে না তার গ্যারান্টি কোথায় ? তখন কীভাবেই বা সংসারের আর্থিক দিক সামলাবেন ? ভেবে দেখেছেন কি ? যদি এখনও না ভাবেন তাহলে এবার অন্তত ভাবুন। ভাবা প্র্যাকটিস করুন। আপনি যদি এখনই ভাবতে শুরু করেন ভবিষ্যতের কথা, তাহলে নিশ্চিত রোজগারের উপায় জানতে পারবেন এই প্রতিবেদনের শেষে। কথায় আছে, পাইলেও পাইতে পারেন অমূল্য রতন!

আচ্ছা, যদি এমনটা হত যে, মাস ফুরোলে একটা নির্দিষ্ট অঙ্কের বেতন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসত তাহলে আর যাই হোক রাতের ডিনার সেরে নিশ্চিন্তে ঘুমোতে অন্তত পারতেন। হ্যাঁ সেই উপায় রয়েছে। তার জন্যই তো এই প্রতিবেদন।  আপনি বা আপনার সন্তান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে আপনি জিতছেন স্যার।  

এতক্ষন অনেক কথাই বলা হয়ে গেল। আর না। এবার সরাসরি চলে আসি কাজের কথায়। নিশ্চিত কাজের সন্ধান দিতে পারে একমাত্র সরকারি চাকরি। হ্যাঁ, এটাই একমাত্র রাস্তা। আপনি এখনই রে রে করে তেড়ে আসবেন এই বলে যে সরকারি চাকরি কোথায় ? শূন্যপদ তো খুবই কম। মশাই আগে তো নিজে যোগ্য হন তারপর না হয় বাকিটা ভাবা যাবে। তবে হ্যাঁ, কীভাবে যোগ্য হবেন এই প্রশ্ন কিন্তু লাখ টাকার। কারণ মোটিভেশানাল স্পিচ আপনি ইউ টিউব, সামাজিক মাধ্যম বা পরিচিত কারুর থেকে দিব্বি পেয়ে যাবেন। কিন্তু সরকারি চাকরি পাওয়ার মত কীভাবে নিজেকে যোগ্য করে তুলবেন হাত ধরে শিখিয়ে দেওয়ার মত লোকের বড়ই অভাব।

আচ্ছা ভেবে দেখুন তো আপনার মধ্যে কি এখন নীচের প্রশ্নগুলো উঁকিঝুঁকি মারছে  –

১) এই অনিশ্চিত কাজের বাজারে কোন চাকরির জন্য এখন প্রস্তুতি নেব ?

২) কীভাবে স্টেপ বাই স্টেপ এগোব ?

৩) এত্ত বই ! কোন বই ফলো করব ?

৪) আমি সংসারের দায়িত্ব সামলাতে বেসরকারি চাকরি করছি । তারপর সময় বের করে আদৌ আমার দ্বারা হবে?

৫) চাকরির বিজ্ঞপ্তি তো কম বেরোচ্ছে । আর কয়েক লাখ আবেদন করে, মধ্যম মানের স্টুডেন্ট হয়ে  আমি কি পারব ?

হ্যাঁ নিশ্চয়ই পারবেন। আপনার তো দরকার একটি চাকরি তাই শূন্যপদ ১ টি থাকলেই হবে। তবে হ্যাঁ, এর জন্য দরকার ঠিকঠাক প্রস্তুতি। কিন্তু সেটাই বা কীভাবে পাবেন ? – এর উত্তর আমরা দেব না। জেনে নিন সরকারি চাকরি পার্টের সেরা বিশেষজ্ঞদের থেকে। আপনিও চাকরি পাওয়ার দাবিদার এই ভাবনা মাথায় থাকলে নির্দ্বিধায়, নিঃসঙ্কোচে গাইড নিতে  ফোন করতে পারেন এই নম্বরে - 9804412898 ।

                                                                                                                                                                                                                 বিশেষ প্রতিবেদন (Advertorial)

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ