কীভাবে এন্টারপ্রাইজ আর্কিটেক্ট হবেন ?
এন্টারপ্রাইজ আর্কিটেক্টচার কি সেই বিষয়ে অধিকাংশ মানুষেরই কোনো ধারণা নেই ,তবে এই এন্টারপ্রাইজ আর্কিটেক্ট দের ওপরেই বর্তমানে মাঝারি ও বড় কোম্পানি গুলি তাদের ব্যবসার অগ্রগতির জন্য নির্ভরশীল। আজকে আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং কিভাবে একজন ব্যক্তি একজন সফল এন্টারপ্রাইজ আর্কিটেক্ট হতে পারেন সেই বিষয়ে জানব।
এন্টারপ্রাইজ আর্কিটেক্ট
এন্টারপ্রাইজ আর্কিটেক্ট হলেন এমন একজন ব্যক্তি যিনি কোনো কোম্পানির ব্যবসায়িক কৌশল ও পরিকল্পনা কে সঠিক প্রযুক্তি যথা সিস্টেম আর্কিটেক্টচার দ্বারা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছনোর পথ নিশ্চিত করেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এবং বেশিরভাগ ক্ষেত্রে একজন এন্টারপ্রাইজ আর্কিটেক্ট একটি কোম্পানির chief information officer (CIO) (চিফ ইনফরমেশন অফিসার ) এর অধীনে কাজ করেন। এই পেশায় সব সময় আধুনিক প্রযুক্তি সম্পর্কে ওয়াকিবহাল থাকতেই হবে যাতে কোম্পানির অগ্রগতির পথে কখনো কোনো সমস্যা না হয়। আজকের যুগে প্রযুক্তির ব্যবহার ও তার সাহায্যে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যেকোনো কোম্পানির কাছে এন্টারপ্রাইজ আর্কিটেক্টচার প্রধান অস্ত্র এবং সেই কারণেই ব্যবসায়িক প্রতিযোগিতার বাজারে কোম্পানি গুলি নিজেদের ব্যয় কমানো ,ভারসাম্য বজায় রাখা ও কাজের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর জন্য এন্টারপ্রাইজ আর্কিটেক্ট দের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
এন্টারপ্রাইজ আর্কিটেক্ট হওয়ার জন্য শিক্ষা
একজন সফল এন্টারপ্রাইজ আর্কিটেক্ট হতে গেলে আপনার অবশ্যই একটি IT ডিগ্রি থাকতে হবে। এটি একটি উঁচু পদ এবং এর জন্য আপনাকে যথেষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্নও হতে হবে। সাধারণত ,এন্টারপ্রাইজ আর্কিটেক্ট এর সরাসরি কোনো ডিগ্রি হয়না তবে বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটি এই সংক্রান্ত নানা বিষয়ের কোর্স করার ব্যবস্থা চালু করেছে ,যেমন - সিস্টেম ইঞ্জিনিয়ার (CSE ),সার্টিফাইড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার (CIMS ) ,সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর (CISA )। এই কোর্স গুলি আপনার IT র ডিগ্রির সাথে যুক্ত হলে আপনি এন্টারপ্রাইজ আর্কিটেক্ট হওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবেন।
এন্টারপ্রাইজ আর্কিটেক্টচার এর প্রয়োজনীয় কিছু টুলস বা সরঞ্জাম
প্রতিটিবা কাজের মতো এই কাজেও কিছু বিশেষ সরঞ্জাম থাকে যা সেই কাজটিকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে সাহায্য করে ,এই কাজেও তার ব্যতিক্রম নেই শুধু টুলস বা সরঞ্জামের ধরণ একদম আলাদা ,পুরোটাই টেকনোলজি নির্ভর ,জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ টুল এর নাম -
Avolution Abacus
BiZZdesign Enterprise Studio
BOC Group Adoit
CrossCode Panoptics
Erwin
Innoslate
MEGA International Hopex
Orbus Software iServer
Planview
QualiWare X
Software AG Alfabet
Sparx systems enterprise architect
Unicom systems architect
এন্টারপ্রাইজ আর্কিটেক্ট হিসেবে কাজের সুযোগ
বর্তমান প্রযুক্তি নির্ভর কাজের বাজারে একজন এন্টারপ্রাইজ আর্কিটেক্টচার এর কাজের সুযোগ যথেষ্টই ভালো ,যদি আপনি একজন ডিগ্রি ধারি IT ইঞ্জিনিয়র হন এবং আপনার এই সংক্রান্ত কাজে অন্তত ৫-৭ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অবশ্যই কোনো কোম্পানির এন্টারপ্রাইজ আর্কিটেক্ট হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন। ভারতে তথা সারা বিশ্বে এখন এন্টারপ্রাইজ আর্কিটেক্টচার এর গুরুত্ব অপরিসীম এবং ভালো কাজ জানা অভিজ্ঞ কর্মীর চাহিদা বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন যে ২০২৬ সাল পর্যন্ত এই কাজের সুযোগ ১২% অবধি বেড়ে যাবে এবং একজন অভিজ্ঞ এন্টারপ্রাইজ আর্কিটেক্ট এর উপার্জন বছরে ১২০,০০০ ইউ এস ডলার অবধি হতে পারে।
যখন কোনো কোম্পানি ব্যবসা শুরু করে তখন ইটা নিশ্চিত করে বলা যায়না যে আগামী দিনেও সে এই একই কাজ করবে বা একই জিনিস বিক্রি করবে কিনা ,যেমন বিখ্যাত ফোন কোম্পানি ১৯৬০ সালের আগে কাগজ বিক্রি করতো এবং অ্যাভন কোম্পানি বিউটি প্রোডাক্টস বেচার আগে বই বিক্রি করতো কিন্তু এই দুটি কোম্পানির মধ্যে যেটা বড় মিল সেটা হলো এন্টারপ্রাইজ আর্কিটেক্টচার। সেই সময় হয়তো প্রযুক্তির এতো রমরমা ছিল না কিন্তু পরিকল্পনা,ব্যবস্থাপনা ,কৌশল নীতি ইত্যাদি বজায় রাখার জন্য তখন বিশেষজ্ঞ কর্মীদের প্রয়োজন পড়তো। সময়ের সঙ্গে তাল মিলিয়ে হাতে কলমে কাজ কর্মে টেকনোলজির ওপর নির্ভরতা যত বেড়েছে ততই এই কাজের চাহিদা ও গ্রহণযোগ্যতাও বেড়েছে। তাই আপনি যদি একজন সুদক্ষ ও অভিজ্ঞ আইটি ইঞ্জিনিয়ার হন এবং উচ্চ দায়িত্বশীল পদে কাজ করার মানসিকতা আপনার থাকে তবে এই কাজ আপনার জন্য আদর্শ।
(তথ্য সূত্র - আর্কিটেকচার সেন্টার )