ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

গোটা বিশ্বে ১৫০ কোটিরও বেশি মানুষ আজ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এবং এটিই সর্বাধিক জনপ্রিয় মেসেজিং অ্যাপ বা যোগাযোগ মাধ্যম।একজন ব্যক্তি তার ইন্টারনেট কনেকশন এর দ্বারা এই অ্যাপটি ব্যবহার করে কাউকে মেসেজ বা বার্তা পাঠাতে পারেন এবং এর জন্য তার ফোন নাম্বারের টকটাইম ব্যালান্স  ব্যবহার করার দরকার নেই।হোয়াটসঅ্যাপ খুব সহজেই ব্যবহার করা যায় কারণ এর বৈশিষ্ট গুলি খুবই ব্যবহারোপযোগী ও এই অ্যাপটি সব সময়েই নতুন নতুন ফিচার্স বা বৈশিষ্ট যোগ করতে থাকে যাতে এটি আরো সহজে মানুষ ব্যবহার করতে পারেন।

সাম্প্রতিককালে এই অ্যাপটি একটি নতুন ফিচার এনেছে যার সাহায্যে একজন শুধু তার স্মার্ট ফোনেই নয় কম্পিউটার ,ল্যাপটপ বা ট্যাবে ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। এই নতুন ফিচারটির দৌলতে হোয়াটসঅ্যাপের্ জনপ্রিয়তা ও ব্যবহার অনেক বেশি বেড়ে গেছে। চলুন দেখেনিই ঠিক কি কি পদ্ধতিতে আমরা হোয়াটসঅ্যাপকে নিজেদের ডেস্কটপ বা ল্যাপটপে সহজেই ব্যবহার করতে পারি।   

 

 হোয়াটসঅ্যাপকে  ডেস্কটপ বা ল্যাপটপে  ব্যবহার করার উপায় 

 

১) প্রথমে নিজের কম্পিউটার বা ল্যাপটপে www.whatsapp.com  যেকোনো ওয়েব ব্রাউসার এর মাধ্যমে ওপেন করুন।

২) নিজের ফোনে এবার হোয়াটসঅ্যাপটি ওপেন করুন।

৩) এবার চ্যাট স্ক্রিনটি ওপেন করে মেনুতে ক্লিক করুন এবং তারপর হোয়াটসঅ্যাপ ওয়েবে।

৪) আপনার কম্পিউটার স্ক্রিনে একটি কিউআর কোড থাকবে সেটিকে আপনার ফোনের দ্বারা স্ক্যান করুন।

৫) এবার আপনার হোয়াটসঅ্যাপটি কম্পিউটারে ব্যবহার করার জন্য প্রস্তুত।

৬) যখন আপনার এটি ব্যবহার করা হয়ে যাবে তখন লগ আউট করতে ভুলবেন না ,স্ক্রিনের উপরে বামদিকে তিনটি ডট এ ক্লিক করুন।

৭) এবারে ওই লিস্ট থেকে লগ আউট অপশনে ক্লিক করুন।

 

ডেস্কটপ নোটিফিকেশন অন করুন 

প্রথমবার কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার পর আপনি ডেস্কটপ নোটিফিকেশন অন করার একটা অপশন আসবে। এই অপশন তা চ্যাট স্ক্রিনের ওপরে নীল রঙে হাইলাইট করা থাকে।

১) টার্ন অন নোটিফিকেশন এ ক্লিক করুন।

২) একটি বক্স আসবে নোটিফিকেশনকে অ্যালাও (Allow) করার জন্য ,অ্যালাও তে ক্লিক করুন।

 

আপনার মোবাইল ফোন ছাড়া কিভাবে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন 

যদি আপনি আপনার কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান কিন্তু প্রতিবার কিউআর কোড স্ক্যান করতে না চান তাহলে আপনাকে সরাসরি হোয়াটসঅ্যাপ ইন্সটল  করতে হবে। তবে মনে রাখতে হবে যে আপনি একই সাথে দুটি জায়গায় এই  হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। 

কিভাবে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন উপায় দেখে নেওয়া যাক :

১) আপনি কম্পিউটারে একটি ব্রাউসার ওপেন করুন এবং   BlueStacks website খুলুন।

২) এবার ডাউনলোড ব্লুস্টাকস এ ক্লিক করুন।

৩) ডাউনলোডেড এ ক্লিক করুন এবং এমুলেটরটিকে ইন্সটল করুন নির্দেশ অনুসরণ করে।

৪) এবার ব্লুস্ট্যাক্স এর আইকনকে ক্লিক করুন।

৫) এবারে এর সাহায্যে হোয়াটসঅ্যাপ ইন্সটল করুন।

৬) এবারে হোয়াটসঅ্যাপ আইকনটিতে ক্লিক করুন।

৭) এখন আপনার মোবাইল নাম্বার ও ভেরিফিকেশন কোড দিয়ে হোয়াটসঅ্যাপ টি যে আপনারই তা নিশ্চিত করুন।

এবার আপনার কম্পিউটার মোবাইল ছাড়াই  হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে গেলো।

 

প্রযুক্তির গতি যত বাড়ছে ততই আমাদের জীবনযাত্রায় আসছে  পরিবর্তন ,প্রথম যখন হোয়াটসঅ্যাপ বাজারে আসে তখন এর ব্যবহার আর আজকের দিনে দাঁড়িয়ে এই অ্যাপটির ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে  ,ভবিষ্যতে  হয়তো আরো অনেক নতুন নতুন অ্যাপ বাজারে আসবে কিন্তু হোয়াটসঅ্যাপের্ গুরুত্ব বা প্রয়োজনীয়তায় কোনো ঘাটতি হবে না। এতো সহজে যেকোনো সময়ে বার্তা আদান প্রদান করার এই অ্যাপটি আমাদের সকলের খুব প্রিয় হয়ে থাকুক এবং আগামী দিনেও এর সাহায্যে আমাদের জীবনযাত্রা গতিময় হয়ে উঠুক।

 

 

 

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ