ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

কথায় আছে - "Out of sight, out of mind". ব্যক্তিগত জীবনে এবং কর্মক্ষেত্রে Networking অর্থাৎ যোগাযোগ এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে নিয়েছে আজ। উপরের প্রবাদ অনুযায়ী নজর থেকে কোনোকিছু হারিয়ে গেলে আমরা আর তা মনে রাখি না। নজর মানে এখানে শুধুই চোখের সামনে থাকা নয়৷ আসলে মনে থাকা। মনে রাখা। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও আমরা খেয়াল করে দেখব, শুধু যোগাযোগ নিভে গেছে বলেই কত সম্পর্ক এখন আর টিকে নেই। হয়ত দুজন মানুষ পরস্পরকে আজও চেনে, কোনো তিক্ততা নেই অথচ তাদের আর বন্ধুত্ব নেই কারণ তাদের মধ্যে আর কথা হয় না। দুজনের দুজনকে জানা হয় না৷ ব্যক্তিগত পরিসরের বাইরের জীবনটাও এভাবেই চলে। পরিভাষায় তাকেই বলা হয় নেটওয়ার্কিং। কার নেটওয়ার্কিং কত ভালো তার উপরেই অনেকক্ষেত্রে কোনো ব্যক্তি, গোষ্টী বা সংস্থার সাফল্য নির্ভর করে।

আমরা কীভাবে অপরের কাছে সুন্দরভাবে নিজেদের উপস্থাপনা করতে পারছি, তাই হলো আমাদের যোগাযোগের দক্ষতা।

কর্মসংস্থানের ক্ষেত্রেও এই যোগাযোগ রক্ষা করার গুরুত্ব অপরিসীম। বিভিন্ন কারণে সরকারি চাকরির সুযোগ ক্রমশ কমছে। বেসরকারি   সংস্থায় চাকরি করার দিকে ঝোঁক বাড়ছে। কিন্তু ঝোঁক বাড়লেই তো হল না। চাকরি পেতে গেলে কি করতে হবে তা নিয়ে অনেকেই সন্দিহান। আর এখানেই নেটওয়ার্কিং এর গুরুত্ব। প্রতিভা, শিক্ষাগত যোগ্যতা, কাজের দক্ষতার সাথে সাথেই যোগাযোগের দক্ষতা আজ সমান গুরুত্বপূর্ণ। রিক্রুটার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টগুলোর সাথে নিয়মিত ও জীবন্ত যোগাযোগ থাকলে ভালো কাজ পেতে এবং আরও ভালো অফারের সন্ধান পেতে অনেকাংশেই সুবিধা হয়। যে কোনো ইন্ডাস্ট্রিতেই এই কথা প্রযোজ্য। আপনি যদি স্বাধীনভাবে কোনো ব্যবসা বা কাজ করতে চান অথবা আপনি কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত যাকে আপনি পেশা হিসেবে বেছে নিতে চাইছেন সেইক্ষেত্রেও সঠিক সংস্থার সঠিক ব্যক্তির সাথে যোগাযোগ রক্ষা করে চলা ভীষন প্রয়োজন। সেই যোগাযোগ যথাযথ হলে আপনার জীবনের মোড় ঘুরে যাবার সম্ভাবনা প্রবল আর নাহলে প্রয়োজনীয় যোগ্যতা, প্রতিভা ইত্যাদি থাকলেও আপনার সামনে সুযোগের ঘাটতি হতে পারে।

 

নেটওয়ার্কিং, কোলাবরেশন ও যোগাযোগই আজকের দিনে নতুন চিন্তা, নতুন কর্মপন্থা এবং নতুন সুযোগ তৈরি করে এবং এক্সপ্লোর করার সদিচ্ছার যোগান দেয়৷ আমরা কীভাবে অপরের কাছে সুন্দরভাবে নিজেদের উপস্থাপনা করতে পারছি, তাই হলো আমাদের যোগাযোগের দক্ষতা।

অর্থাৎ আমাদের কথাবার্তা, আচার-ব্যবহার এর মাধ্যমে আমরা আমাদেরকে কতটা আকর্ষণীয় তুলবো অন্যদের কাছে তাই হল নেটওয়ার্কিং। জীবনের চলার পথে নতুন নতুন মানুষের সাথে আলাপ করা ও সেই আলাপ দীর্ঘস্থায়ী রাখা শিখতে পারাই হল বুদ্ধিমানের কাজ।

কর্পোরেট সেক্টর ও অন্যান্য বেসরকারি চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও যথাযথ ব্যক্তির রেফারেন্স অনেকখানি ভূমিকা রাখে। আপনার আলাপ ব্যবহার, দারুন কথা বলতে পারার ক্ষমতাই আপনাকে তাদের কাছে আকর্ষণীয় করে তুলতে পারে। এবং তা আপনাকে সাহায্য করবে এই রেফারেন্সিং এর ক্ষেত্রে। তাই যত বেশি সম্ভব আপনার ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনীয় মানুষের সাথে মিশুন, আলাপ করুন। সম্পর্ক স্থাপন করুন। এছাড়াও এই সংক্রান্ত নানা কমিউনিটিতে নিজেকে যুক্ত রাখুন ও সভা সমিতি সেমিনার ইত্যাদিতে অংশ নিন। সোশ্যাল মিডিয়াও এইক্ষেত্রে আজকের দিনে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ফেসবুক হ্যোয়্যাটস্যাপের মত সোশ্যাল সাইট তো বটেই। কেরিয়ার নির্ভর নানা অ্যাপের মাধ্যমে ভালো নেটওয়ার্কিং রক্ষাই আসলে আপনাকে সাফল্য এনে দিতে পারে।

 

বাড়িতে বসেই আপনি এই দক্ষতা বাড়াতে পারেন

প্রথমেই আপনাকে বুঝতে হবে কমিউনিকেশন স্কিল বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেকে প্রেসেন্টেবল করতে পারা। এইক্ষেত্রে সবচেয়ে দরকারি আপনি কত সুন্দর কথা বলতে পারছেন। ভালো কথা বলতে জানা একটা গুরুত্বপূর্ণ গুণ। কেউ হাতে ধরে তা শিখিয়ে দিতে পারে না। আপনাকেই নিজেকে তৈরি করতে হবে। হতে হবে স্মার্ট ও বুদ্ধিদীপ্ত। এর জন্য কোনো বাঁধাধরা উপায় নেই। বাস্তববোধ সম্পর্কে এবং চারিদিকে কি ঘটছে সেই সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হবে সর্বদা।

ভালো শ্রোতা হওয়া প্রয়োজন, বডি ল্যাঙ্গুয়েজে কনফিডেন্ট দেখানো প্রয়োজন। তবে এই সবকিছুই প্রয়োজন হবে তখন যখন আপনার নেটওয়ার্কিং আপনার সামনে সঠিক সুযোগ হাজির করবে।

চাকরি খোঁজার ক্ষেত্রে এই নেটওয়ার্কিং এর বিপুল সুযোগ খুঁজে দিয়েছে ডিজিটাল মিডিয়া। যার সাহায্যে আপনি বাড়িতে বসেই আপনার দক্ষতার সাহায্যে এক বিপুল যোগাযোগের পরিধি তৈরি করতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কাজ করা সম্ভব। প্রথমত আপনার চাহিদা অনুযায়ী ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট মানুষ বিশেষ করে এইচ.আরদের সাথে সোশ্যাল প্ল্যাটফর্মে সংযুক্ত থাকার চেষ্টা করুন। যাতে আপনার কিছু কাজ ও দক্ষতার আভাস তারা পেতে পারেন। এছাড়াও ফেসবুকে এখন 'জব' বলে একটি ফিচার পাওয়া যাচ্ছে যেখানে সরাসরি বিভিন্ন কোম্পানি তাদের হায়ারিং নোটিফিকেশন শেয়ার করছে এবং সেখান থেকে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে বিভিম্ন গ্রুপ ও পেজের মাধ্যমেও এই কাজ চলে।

এছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে এই একই কাজ চলে। নিয়মিত সেগুলোতে নজর রাখুন।

তবে সবচেয়ে কার্যকরী হল এই বিষয়ে ডেডিকেটেড কিছু অ্যাপ যা আপনি প্লে স্টোরেই পেয়ে যাবেন। লিংকডিন, মন্সটার, নকরি, ইনডিড প্রভৃতি বিভিন্ন অ্যাপ আপনাকে দারুন সাহায্য করবে। সম্প্রতি এই বিষয়ে গুগল তাদের নিজস্ব অ্যাপ গুগল জব এনেছে। আশা করা যাচ্ছে যেটি খুব কম সময়ের মধ্যেই ভরসার জায়গা হয়ে উঠবে।

তাই এখন আপনি বাডিতে বসেই ইন্টারনেটের মাধ্যমে এই যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে পারেন। চাই শুধু ডেডিকেশন আর হাল না ছাড়ার মানসিকতা। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ