ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ হিন্দুস্তান কপার লিমিটেডে বিভিন্ন শাখায় ট্রেনি নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর - Estt./1/2013/2022-23।

আবেদন করতে হবে অনলাইনে ৩১ অক্টোবর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

যে যে শাখাতে ট্রেনি নিয়োগ করা হবে সেগুলি হল - 

১) মাইনিং
শূন্যপদ - ৩৯টি

২) সার্ভে
শূন্যপদ - ২টি

৩) জিওলজি
শূন্যপদ - ৬টি

৪) কনসেনট্রেটর
শূন্যপদ - ৬টি

৫) ইলেকট্রিক্যাল 
শূন্যপদ - ১১টি

৬) সিভিল 
শূন্যপদ - ৫টি

৭) মেকানিকাল 
শূন্যপদ - ১২টি

৮) ইনস্ট্রুমেন্টেশন
শূন্যপদ - ২টি

৯) সিস্টেম
শূন্যপদ - ১টি

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

পাশাপাশি GATE - 2022/ GATE - 2021 পরীক্ষায় পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

ট্রেনিং পিরিয়ড - ১ বছর

 

নির্বাচন পদ্ধতি

 

GATE পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।

সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।


আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে HCL এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে ৩১ অক্টোবর, ২০২২ এর মধ্যে।

আবেদন করার সময় অবশ্যই GATE এর রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।

আবেদন মূল্য ৫০০/- টাকা।

তবে এসসি/এসটি/প্রতিবন্ধী ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে পেমেন্ট গেটওয়ে/NEFT এর মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন HCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.hindustancopper.com

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ