উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হবে ২২ জুলাই, জেনে নিন ফলাফল জানার ওয়েবসাইট, এস এম এস এবং মোবাইল অ্যাপের ঠিকানা
স্কিল বেঙ্গল ডেস্কঃ এই বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে ২২ জুলাই। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের বিদ্যাসাগর ভবনে ওইদিন বিকেল ৩ টের সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। সংসদ সূত্রে খবর, ওইদিন বিকেল ৪ টে থেকে ছাত্রছাত্রীরা ওয়েবসাইট, এস এম এস এবং মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবে।
পরদিন অর্থাৎ, ২৩ জুলাই সকাল ১১ টা থেকে সংশ্লিষ্ট ডিস্ত্রিবিউশান ক্যাম্প থেকে বিদ্যালয় এর প্রতিনিধিদের ছাত্রছাত্রীদের শংসাপত্র ও অন্যান্য ডকুমেন্ট প্রদান করা হবে।
কীভাবে দেখা যাবে ফলাফল
ওয়েবসাইট
1 http://wbresults.nic.in
2 www.exametc.com
3 www.results.shiksha www.westbengal.shiksha
4 www.indiaresults.com
5 www.jagranjosh.com
6 www.technoindiagroup.com
7 https://abpananda.abplive.in/
8 www.news18bangla.com
9 abpeducation.com
এস এম এস
(১) WB12 space<Roll number> to 56070 অথবা,
(২) SMS WB12 space<Roll number> to 5676750 অথবা,
(৩) SMS WB12 space<Roll number> to 56263
মোবাইল অ্যাপ
অ্যাপ ডাউনলোড এর ওয়েবসাইট - www.results.shiksha
এছাড়াও আগে থেকে রোল নম্বর ও মোবাইল নম্বর দিয়ে নাম নথিভুক্ত করে রাখা যেতে পারে। রেজাল্ট বেরোলে সংশ্লিষ্ট মোবাইল নম্বরে পরীক্ষার্থীর রেজাল্ট এস এম এস করে দেওয়া হবে। নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে- www.exametc.com ।