ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ বেঙ্গল সাব এরিয়ার কলকাতার হেড কোয়ার্টারে মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য | MTS recruitment

 

পোস্ট - মাল্টি টাস্কিং স্টাফ

শূন্যপদ - ৯টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ২ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

পে স্কেল - লেভেল -১


নির্বাচন পদ্ধতি 

 

লিখিত এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

এমপ্লয়মেন্ট নিউজের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন পত্রের ধরণ দেখে A4 সাইজের কাগজে টাইপ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি ও পাসপোর্ট সাইজ ছবি, স্ট্যাম্প সহ পাঠাতে হবে এই ঠিকানায় - ' HQ Bengal Sub Area, 246 A.J.C Bose Road, Alipore, Kolkata - 700027 '।

খামের উপর লিখতে হবে - " APPLICATION FOR THE POST OF............ " (Post applied for), CATEGORY..........(Gen/Gen(EWS)/GEN(ESM)/OBC/ST)।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন এমপ্লয়মেন্ট নিউজের বিজ্ঞপ্তি।

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ