MTS recruitment: বেঙ্গল সাব এরিয়ার হেড কোয়ার্টারে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ বেঙ্গল সাব এরিয়ার কলকাতার হেড কোয়ার্টারে মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে।
মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য | MTS recruitment
পোস্ট - মাল্টি টাস্কিং স্টাফ
শূন্যপদ - ৯টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ২ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
পে স্কেল - লেভেল -১
নির্বাচন পদ্ধতি
লিখিত এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
এমপ্লয়মেন্ট নিউজের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন পত্রের ধরণ দেখে A4 সাইজের কাগজে টাইপ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি ও পাসপোর্ট সাইজ ছবি, স্ট্যাম্প সহ পাঠাতে হবে এই ঠিকানায় - ' HQ Bengal Sub Area, 246 A.J.C Bose Road, Alipore, Kolkata - 700027 '।
খামের উপর লিখতে হবে - " APPLICATION FOR THE POST OF............ " (Post applied for), CATEGORY..........(Gen/Gen(EWS)/GEN(ESM)/OBC/ST)।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন এমপ্লয়মেন্ট নিউজের বিজ্ঞপ্তি।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।