ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

'গ্রাফিক ডিজাইন' বর্তমানে একটি বহুল প্রচলিত এবং বহুশ্রুত শব্দ। এই ডিজিটাইজেশনের যুগে দাঁড়িয়ে যেকোনো ডিজিটাল বিষয়ের প্রতি মানুষের আকর্ষণ অমোঘ। চিত্র, রং, কার্টুন সবকিছুর মেলবন্ধনে যখন কোনো ভিজ্যুয়াল বিষয়বস্তু উপস্থাপিত হয় তখন তার আবেদন হয় প্রখর এবং তীব্র। আর ঠিক সেই কারণেই গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশনের মতো কোর্সগুলির চাহিদা এখন তুঙ্গে। এই গ্রাফিক ডিজাইন আসলে কি? জার্মান শব্দ 'গ্রাফিক' এর অর্থ চিত্র বা বলা যেতে পারে নিজস্ব শিল্প দক্ষতায় আঁকা কোনো বিষয়। অন্যদিকে ডিজাইন শব্দটির তর্জমা করলে দাঁড়ায় নকশা বা পরিকল্পনা। তাহলে বলা যেতেই পারে যে গ্রাফিক ডিজাইন হল নিজস্ব পরিকল্পনা চিত্রায়িত করা।
এককথায় বলা যায় ফোটোগ্রাফি, টাইপোগ্রাফি, আইকনোগ্রাফি এবং চিত্রের মাধ্যমে নিজের ক্রিয়েটিভ আইডিয়াকে মানুষের সামনে দর্শনীয়ভাবে উপস্থাপন করা। 

বিষয়বস্তুকে সৃজনশীল উপায়ে সৃষ্টি করাই গ্রাফিক ডিজাইনের উদ্দেশ্য


পণ্য বা পরিষেবা বিক্রির জন্য  বিজ্ঞাপনের নকশা, প্যামফ্লেট, হোর্ডিং বিজ্ঞাপনের নকশা, বই বা ম্যাগাজিনের কভারপেজ ডিজাইন করা,  বিভিন্ন কোম্পানির লোগো তৈরি, ওয়েবসাইট এর ডিজাইন পরিকল্পনা   ইত্যাদি কাজ করে থাকেন গ্রাফিক ডিজাইনাররা। এমনকি সংবাদপত্র বা ম্যাগাজিনগুলিতে বিভিন্ন কমিক সিরিজের একাধিক কার্টুন ডিজাইনও এর তালিকাভুক্ত। প্রধানত মানুষের সাইকোলজি  বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী নিজস্ব চিন্তাভাবনা বা মনের মধ্যে গড়ে তোলা,  বিষয়বস্তুকে সৃজনশীল উপায়ে বাস্তবরূপ দিয়ে দৃষ্টি আকর্ষণ করাই হল গ্রাফিক ডিজাইনের মূল উদ্দেশ্য। যেখানে থাকবে শিল্প দক্ষতা, সৃজনশীলতা, বিষয় বস্তুর দাবি অনুযায়ী রং বা ডিজাইন এবং ছবি। এগুলির সংমিশ্রনে নিজস্ব ধ্যান-ধারণার প্রতিফলন ঘটাবেন গ্রাফিক ডিজাইনার। তবে উপস্থাপনায় স্বচ্ছতা এবং স্বকীয়তা থাকা বাঞ্ছনীয়।

চাহিদা বাড়ায় কর্ম সংস্থানের একটা বিশাল ক্ষেত্র তৈরি হচ্ছে


বর্তমানে দেশে হোক বা বিদেশে, গ্রাফিক ডিজাইনের বাজার বেশ রমরমা। বিভিন্ন প্রতিষ্ঠান যেমন এডভার্টাইসিং এন্ড মার্কেটিং কোম্পানি, সংবাদ পত্র, ডিজিটাল মিডিয়া, ওয়েব ডিজাইনিং কিংবা গেম ডেভেলপমেন্ট কোম্পানি, এপ্লিকেশন ডেভেলপমেন্ট কোম্পানি ইত্যাদি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিতে গ্রাফিক ডিজাইনারদের চাহিদা বাড়ছে। আর সেই জন্যই কর্ম সংস্থানের একটা বিশাল ক্ষেত্র তৈরি হচ্ছে এই ফিল্ডে। স্বভাবতই ছেলেমেয়েদের মধ্যেও গ্রাফিক ডিজাইন শিখে ভবিষ্যৎ গড়ার ইচ্ছেও প্রবল হচ্ছে। যার ফলস্বরূপ বর্তমানে এই ফিল্ডে অসংখ্য ছেলেমেয়ে আসছে।

চাহিদা বাড়লে যোগান বাড়াতে হবে এ তো স্বাভাবিক। আর সেই স্বাভাবিক বিষয়কে পাথেয় করে অর্থাৎ কোর্সের চাহিদা বাড়ার সাথে সাথে সকলে যাতে নিজস্ব স্বপ্ন পূরণের সুযোগ পায় তার জন্য গড়ে উঠেছে বেশ কিছু প্রতিষ্ঠান। নিম্নে সেরকমই কিছু প্রতিষ্ঠানের তালিকা দেওয়া হল যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার তৈরির সংকল্প নিয়েছে এবং প্রতিনিয়ত সেই সংকল্প বাস্তবায়নের পথে সাফল্য লাভ করছে। সেগুলি হল – 
1) আরেনা অ্যানিমেশন
2)কুডনেট ইনস্টিটিউট ফর গ্রাফিক ডিজাইন 
3) ওয়েব এন্ড গ্রাফিক ডিজাইন কোর্স ট্রেনিং 
4) MAAC
5) প্রফেক্স ইনস্টিটিউট অফিস টেকনিকাল এডুকেশন
6) দি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ডিজিটাল আর্ট এন্ড অ্যানিমেশন 
7) জর্জ এনিম্যাট্রিক্স 
8) হাই -টেক অ্যানিমেশন ইত্যাদি 

এগুলি ছাড়াও আরও অসংখ্য অর্গানাইজেশন গ্রাফিক্স এর কোর্স করাচ্ছে প্রফেশনালি। 

গ্রাফিক ডিজাইন সাধারণত বেসিক আর প্রফেশনাল এই দুটি লেভেলে শেখানো হয়। বেসিক এর প্রাথমিক বিষয়গুলির জন্য ইউটিউব বা অন্যান্য প্লাটফর্মের টিউটোরিয়ালগুলো বেশ কাজে দেয়। তবে তার জন্য এডোব ফটোশপ, ইলাসট্রেটর, কোরেলড্র   ইত্যাদি সফটওয়্যারগুলি সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। আর বেসিক এর পরবর্তী লেভেল শেখার জন্য আপনাকে এক্সপার্ট এর শরণাপন্ন হতেই হবে।

আর্ট এবং ডিজাইন সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত আবশ্যক


যেহেতু সম্পূর্ণ বিষয়টা ক্রিয়েটিভিটি নির্ভর তাই একজন গ্রাফিক ডিজাইনারের আর্ট এবং ডিজাইন সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত আবশ্যক। প্রতিষ্ঠান আপনাকে কোর্স সংক্রান্ত বিষয় শেখাবে, কিন্তু ক্রিয়েটিভিটিটা সম্পূর্ণরূপে আপনার অভ্যন্তরীন প্রতিভা। আপনার চিন্তা ভাবনা ধ্যান ধারণায় থাকবে সেই শিল্পবোধ। গ্রাফিক ডিজাইন একটি মননশীল প্রক্রিয়া। লাইট, কালার, টেক্সচার ইত্যাদি সহযোগে একজন ডিজাইনার সেই মননশীলতার বহিঃপ্রকাশ ঘটান। বিভিন্ন পণ্য, পরিষেবা, ধ্যান-ধারণা, তথ্য মানুষের সামনে তুলে ধরেন, তাদের বিভিন্ন সমস্যার সমাধান করেন। এই জন্য গ্রাফিক ডিজাইনকে 'আর্ট অফ কমিউনিকেশন' বলা হয়। তাই এই আর্টকে কম্যুনিকেট করার সঠিক পন্থা আপনাকে জানতে হবে।



তাই যাদের মধ্যে রয়েছে আর্ট  এবং ডিজাইনের প্রতি অসীম আগ্রহ, কিংবা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে নিজেদের ক্যারিয়ার গড়ার স্বপ্নে বিভোর তারা কিন্তু সহজেই নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং করছেনও। হয়তো সেই তালিকায় পরবর্তী নামটি আপনার। সঠিক অধ্যবসায় এবং ভালোবাসা, চাহিদা থাকলে এই পেশায় সাফল্য পাবেন আপনিও।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ