রিজার্ভ ব্যাঙ্কে চাকরির সুযোগ, আবেদন করুন আজই
স্কিল বেঙ্গল ডেস্ক : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অফিসার (গ্রেড - বি) পোস্টে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 2A/2021 - 22। ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে অনলাইনে RBI এর অফিসিয়াল ওয়েবসাইটে ১৮ এপ্রিল, ২০২২ এর মধ্যে।
মোট শূন্যপদ - ২৯৪টি
যোগ্যতা
জেনেরাল অফিসার এর ক্ষেত্রে যে কোন বিষয়ে কমপক্ষে ৬০% নম্বর সহ গ্র্যাজুয়েট ডিগ্রী বা কমপক্ষে ৫৫% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
ইকোনমি ও পলিসি রিসার্চ অফিসার এর ক্ষেত্রে কমপক্ষে ৫৫% নম্বর সহ ইকোনমিকস/ ফাইন্যান্স এ মাস্টার্স ডিগ্রী বা অন্য যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী যেখানে ইকোনমিকস/ফাইন্যান্স সম্পর্কিত বিষয় আছে বা উল্লেখিত বিষয় দুটিতে MBA/PGDM ডিগ্রী থাকতে হবে।
স্ট্যাটিসটিক্স ও ইনফরমেশন ম্যানেজমেন্ট অফিসার এর ক্ষেত্রে কমপক্ষে ৫৫% নম্বর সহ স্ট্যাটিসটিক্স/ম্যাথেমেটিকাল স্ট্যাটিসটিক্স/ম্যাথেমেটিকাল ইকোনমিকস/ইকোনমিকস/স্ট্যাটিসটিক্স অ্যান্ড ইনফরমেটিক্স/অ্যাপ্লাইড স্ট্যাটিসটিক্স অ্যান্ড ইনফরমেটিক্স এ মাস্টার্স ডিগ্রী
অথবা, কমপক্ষে ৫৫% নম্বর সহ গণিতে মাস্টার্স ডিগ্রী ও স্ট্যাটিসটিক্স বা সমতুল্য বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে
অথবা, আইআইটি /আইআইএম থেকে কমপক্ষে ৫৫% নম্বর সহ বিজনেস অ্যানালিটিকস এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে।
বয়স
বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতার নম্বরের ছাড় আছে।
বেতন - ৫৫,২০০/- টাকা (বেসিক)
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Now
নির্বাচন পদ্ধতি
Phase - I, Phase - II ও ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। Phase - I ও Phase - II অনলাইনে হবে। Phase - I এ উত্তীর্ণ হলে Phase - II পরীক্ষা দিতে পারা যাবে।
Phase - I পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৮ মে, ২০২২।
Phase - ll পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৫ জুন, ২০২২।
দ্বিতীয় পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্ট সিলেক্টেড প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ এর আগে সাইকোমেট্রিক টেস্ট নেওয়া হবে।
প্রথম ধাপের পরীক্ষার ক্ষেত্রে কলকাতা সহ আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যাণী ও শিলিগুড়িতে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হবে।
দ্বিতীয় ধাপের পরীক্ষাকেন্দ্র কেবল কলকাতাতেই হবে।
সিলেবাস, পরীক্ষার নম্বর, সময়সীমা প্রভৃতি পরীক্ষা সংক্রান্ত তথ্য জানতে দেখুন RBI এর অফিসিয়াল ওয়েবসাইট।
নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে পরীক্ষার আগে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আছে। তবে তার জন্য ডাকের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য দেওয়া আছে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে RBI এর অফিসিয়াল ওয়েবসাইট https://rbi.org.in/ এ ১৮ এপ্রিল, ২০২২ এর মধ্যে।
আবেদন করুন এখনই - Apply Now
ইন্টিমেশন চার্জ বাবদ আবেদন মূল্য ৮৫০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে কেবল ইন্টিমেশন চার্জ বাবদ ১০০/- টাকা জমা করতে হবে। আবেদন মূল্য জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট/নেট ব্যাঙ্কিং/IMPS ইত্যাদির মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন RBI এর অফিসিয়াল ওয়েবসাইট https://rbi.org.in/ ।