ট্রেনিং নিয়ে উচ্চমাধ্যমিক পাশ দের সরকারি চাকরি
স্কিল বেঙ্গল ডেস্কঃ উচ্চমাধ্যমিক পাশ করেছেন ? বা এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ? তাহলে এটাই আপনার সেরা সুযোগ হতে চলেছে। কারণ সরকারি ট্রেনিং নিয়ে আর্মি, নেভি বা এয়ারফোর্সে চাকরির সুযোগ এই বছর, আর পাওয়া যাবে না।
কোর্স শুরু হবে ২ জুলাই, ২০২৩। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
আরও পড়ুন -
সমস্ত নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC Notice No-10/2022-NDA-II) ।
মোট ৪০০ জন এই কোর্স করে চাকরির সুযোগ পাবেন। তাই আর দেরি না করে আজ ই আবেদন করে দিন।
আবেদন করতে হবে অনলাইনে UPSC র অফিসিয়াল ওয়েবসাইটে ৭ জুন, ২০২২ এর মধ্যে।
আরও পড়ুন - ফুল বিক্রেতার গবেষণার সুযোগ মার্কিন মুলুকে
যোগ্যতা
যে কোনও বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করেছেন বা এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ন্যাশানাল ডিফেন্স অ্যাকাডেমির আর্মি উইং এ আবেদন করতে পারবেন।
তবে নেভি এবং এয়ারফোর্স উইং এ আবেদন করতে হলে উচ্চমাধ্যমিক এ ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথম্যাটিকস বিষয় থাকতে হবে।
জন্মতারিখ হতে হবে ২,জানুয়ারি ২০০৪ থেকে ১, জানুয়ারি ২০০৭ এর মধ্যে।
মনে রাখতে হবে এই চাকরি কেবলমাত্র অবিবাহিত পুরুষদের জন্য। তাই যোগ্যতা সাপেক্ষে কেবল মাত্র ছেলেরাই আবেদন করবেন।
আরও পড়ুন - কিশোর কুমারের পুনর্জন্ম ! শুনুন কালজয়ী গান
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা(National Defence Academy & Naval Academy Examination (II), 2021) , ইন্টার ভিউ এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে।
মোট ১৮০০ নম্বরের পরীক্ষা। লিখিত পরীক্ষায় ৯০০ এবং ইন্টারভিউ তে ৯০০ নম্বর।
অবজেক্টিভ টাইপের লিখিত পরীক্ষায় মোট ২ টি বিষয়ের ওপর প্রশ্ন হবে – অঙ্ক এবং জেনারেল এবিলিটি ।
অঙ্কে থাকবে ৩০০ নম্বর এবং জেনারেল এবিলিটি তে থাকবে ৬০০ নম্বর (ইংরেজি ২০০ নম্বর + জি কে ৪০০ নম্বর)।
আরও পড়ুন - সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক চর্চা, আসছে ‘পদাতিক’ সিরিজ
দুটি বিষয়ে আড়াই ঘণ্টা করে সময় দেওয়া হবে। নেগেটিভ মার্কিং আছে। মেডিক্যাল পরীক্ষায় শারীরিক মাপজোখ ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
শারীরিক মাপজোখ এর বিস্তারিত তথ্য পাওয়া যাবে ইউ পি এস সি’র অফিসিয়াল ওয়েবসাইট https://www.upsc.gov.in/ এ।
পরীক্ষার সম্ভাব্য তারিখ ৪ সেপ্টেম্বর, ২০২২।
কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা আছে।
আরও পড়ুন - রহস্যজনক মৃত্যু অভিনেত্রীর, প্রশ্ন কসমেটিক সার্জারি নিয়ে
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে UPSC র অফিসিয়াল ওয়েবসাইটে ৭ জুন, ২০২২ এর মধ্যে।
আবেদনের ফি ১০০ টাকা।তবে SC, ST প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI এর মাধ্যমে অথবা অফলাইনে SBI ব্যাঙ্কের চালানের মাধ্যমে।
অফলাইনে টাকা জমা করার শেষ তারিখ ৬ জুন, ২০২২।
আরও পড়ুন - মাছেদের ফুটবল টুর্নামেন্ট, দেখুন সেই খেলা
আবেদন করার জন্য আবেদনকারীর অবশ্যই নিজের একটা বৈধ মোবাইল নম্বর এবং ই-মেল আইডি থাকতে হবে।
কারণ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য sms অথবা ই-মেইলের মাধ্যমেই পাঠানো হবে।
পরীক্ষার তিন সপ্তাহ আগে UPSC -র ওয়েবসাইট থেকে ই-অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন UPSC এর অফিসিয়াল ওয়েবসাইট- https://www.upsc.gov.in/।