ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : এসএসসি এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে মোট ২০৬৫ জন কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - Phase-X/2022/Selection Posts।

আরও পড়ুন - 

 


মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে ১৩ জুন, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) মাল্টি টাস্কিং স্টাফ
নিয়োগ - জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
শূন্যপদ - ২৩টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে
পে - স্কেল - লেভেল ১

২) মাল্টি টাস্কিং স্টাফ
নিয়োগ - জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ইস্টার্ন রিজিয়ন)
শূন্যপদ - ১৭টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে
পে - স্কেল - লেভেল ১

আরও পড়ুন- বিয়ের দিন গায়ে আগুন নব দম্পতির, ভাইরাল ভিডিও


৩) মেডিক্যাল অ্যাটেনডেন্ট
নিয়োগ - সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম
শূন্যপদ - ১১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে
পে - স্কেল - লেভেল ১

৪) লেডি মেডিক্যাল অ্যাটেনডেন্ট
নিয়োগ - সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে
পে - স্কেল - লেভেল ১

আরও পড়ুন- এ কোন নতুন ষড়যন্ত্র ! বাঙালির বড়পর্দায় ?

৫) সিনিয়র সার্ভেয়ার
নিয়োগ - জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে
পে - স্কেল - লেভেল ৬

৬) ড্রিলিং অ্যাসিস্ট্যান্ট (গ্রেড ১)
নিয়োগ - জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছর পর্যন্ত
পে - স্কেল - লেভেল ৪

আরও পড়ুন-  এক টুইটেই থামল ট্রেন, চিকিৎসা পেল জখম শিশু

৭) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
নিয়োগ - জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
শূন্যপদ - ১১টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে
পে - স্কেল - লেভেল ৬

৮) ফার্মাসিস্ট (অ্যালোপ্যাথি)
নিয়োগ - সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
পে - স্কেল - লেভেল ৫

আরও পড়ুন- আসাম রাইফেলস-এ মোট ১৩৮০টি শূন্যপদে কর্মী নিয়োগ

৯) ফার্মাসিস্ট (অ্যালোপ্যাথিক)
নিয়োগ - সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম
শূন্যপদ - ১৫টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে
পে - স্কেল - লেভেল ৫

১০) ফার্মাসিস্ট কাম ক্লার্ক (হোমিওপ্যাথিক)
নিয়োগ - সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে
পে - স্কেল - লেভেল ৫

আরও পড়ুন- সরকারি বাসে যাত্রী মুখ্যমন্ত্রী?

১১) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
নিয়োগ - সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েশন ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে
পে - স্কেল - লেভেল ৭

১২) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
নিয়োগ - সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েশন ডিগ্রী থাকতে হবে
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে
পে - স্কেল - লেভেল ৫

১৩) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
নিয়োগ - জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
শূন্যপদ - ১২টি
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে
পে - স্কেল - লেভেল ৭

আরও পড়ুনচাকরি খুঁজছেন ? এই ৫ টি কোম্পানিতে এখনই আবেদন করুন

১৪) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 
নিয়োগ - জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
শূন্যপদ - ১৬টি
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে
পে - স্কেল - লেভেল ৬

১৫) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল)
নিয়োগ - জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কমপক্ষে গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে
পে - স্কেল - লেভেল ৬

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

উপরের উল্লেখিত পোস্টগুলি ছাড়াও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও তার উর্ধ্বের শিক্ষাগত যোগ্যতায় আরো অনেক পোস্ট আছে - Read More

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া ও আসানসোল মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৩২৬ টি।

 

নির্বাচন পদ্ধতি 

অনলাইনে লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

২০০ নম্বরের পরীক্ষার সময় সীমা ১ ঘণ্টা। অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে।

নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, কল্যাণী ও শিলিগুড়িতে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা আছে।

পরীক্ষার সম্ভাব্য সময় আগস্ট, ২০২২।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in এর মাধ্যমে ১৩ জুন, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/ UPI ইত্যাদির বা SBI ব্যাঙ্কের মাধ্যমে।

অনলাইনে টাকা জমা করার শেষ তারিখ ১৫ জুন, ২০২২।

অফলাইনে চালান জেনারেট করার শেষ তারিখ ১৬ জুন, ২০২২।

ব্যাংকের চালানের মাধ্যমে টাকা জমা করার শেষ তারিখ ১৮ জুন, ২০২২।

আবেদন পত্র সংশোধন করার শেষ তারিখ - ২০ জুন, ২০২২ থেকে ২৪ জুন, ২০২২ পর্যন্ত।

সংশোধনের জন্য পৃথক আবেদন মূল্য জমা দিতে হবে।

একাধিক পোস্টে আবেদন করা যাবে না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ