ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

বিশ্বায়নের যুগে ই পেমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক বিষয় হয়ে উঠেছে । এখন আমাদের রোজকার জীবনে বিভিন্ন ধরনের টাকা পয়সার লেনদেন করতে ই পেমেন্টের ভূমিকা শহর এবং গ্রাম সর্বত্রই  বেশ সক্রিয়,বিশেষ করে ব্যাবসায়িক ক্ষেত্রে এর গ্রহণযোগ্যতা ক্রমবর্ধমান । 

ভারতবর্ষে বর্তমানে অনেকগুলি ই পেমেন্ট অ্যাপ্লিকেশন  প্রচলিত আছে ।  সেগুলির মধ্যে গুগুল পে অন্যতম জনপ্রিয় এবং ব্যবহার করা খুবই সহজ ।

গুগুল পে দিয়ে খুব সহজেই ব্যবসায়িক লেনদেন করা যায়।

গুগুল পে ব্যবহার করার পদ্ধতি গুলি হল   

১) গুগুল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন ।

২) এবার ভাষা নির্বাচন করুন ।

৩) আপনার ফোন নম্বর নথিভুক্ত করুন ।

৪) এবার আপনার গুগুল  অ্যাকাউন্ট এ লগ ইন করুন এবং কনটিনিউ বাটন প্রেস করুন ।

৫) আপনার কাছে ও টি পি আসার জন্য অপেক্ষা করুন ।

৬) ও টি পি দ্বারা ভেরিফিকেসন সম্পূর্ণ হলে এবার আপনার  ব্যাঙ্ক অ্যাকাউন্ট  যুক্ত করার প্রক্রিয়া হবে ।

৭) আপনার  ব্যাঙ্ক অ্যাকাউন্ট টি থেকে ইউ পি আই পেমেন্ট হয় কিনা সুনিশ্চিত করুন  ও অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট  এ ক্লিক করুন ।

৮ ) লিস্ট থেকে  ব্যাঙ্ক  নির্বাচন করুন ও ইউ পি আই পিন দিন ।

৯ ) এবার আপনার ডেবিট কার্ড এর এক্সপায়ারি ডেট দিন এবং ভেরিফিকেসন এর জন্য অপেক্ষা করুন ।

১০ ) আপনার অ্যাপটি ব্যাবহারের জন্য প্রস্তুত ।

১১ ) এবার যে নম্বর এ টাকা পাঠাতে চাইছেন তাতে ক্লিক করুন,এরপর পে তে ক্লিক করে টাকার অঙ্ক বসান ।

১২ ) প্রসেস টু পে সিলেক্ট করুন এবং ইউ পি আই পিন দিন ।

১৩ ) আপনার পেমেন্ট সম্পূর্ণ হল ।

ছোটো বড় সব ব্যবসায় ক্ষেত্রেও এটি সমান কার্যকর, যেমন ধরুন ,পাড়ার দোকানে মাসকাবারির  টাকা দেওয়া হোক বা বাচ্চার  স্কুলের ফিস আবার ছোটো বা মাঝারি মাপের কোম্পানি গুলির  লেনদেন সবই হবে মাত্র কয়েকটা ক্লিকে ।

অনলাইন শপিং এর ক্ষেত্রেও গুগুল পে সমানভাবে সাহায্য করে  অর্থাৎ সব ধরনের ব্যবসায়িরাই এর দ্বারা উপকৃত হচ্ছেন । মহামারির এই সময় যেখানে সমস্ত রকম স্পর্শ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করছি সেখানে গুগুল পের মত ই পে অ্যাপ খুবই  প্রয়োজনীয় ,এতে সাধারন মানুষের মত ছোট বড় ব্যাবসায়িরাও সুরক্ষিত ভাবে টাকার আদান প্রদান করতে সক্ষম হয়েছেন । এই প্রসঙ্গে জানাই  যে গুগুল পে তে একজন ব্যাক্তি এক দিনে  সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত পাঠাতে বা গ্রহন করতে পারবেন ।

 এছাড়াও কয়েকটি বিশেষ কারন আছে গুগুল পে ব্যাবসায়িক কারনে ব্যাবহার করার যেগুলি হল -  

১ ) তাৎক্ষনিক টাকার লেনদেন করা যায় । 

 ২) টাকার লেনদেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করা যায় ।

 ৩) এই  অ্যাপটি ৮ টি ভারতীয় ভাষায় ব্যবহার করা যায় ফলে গ্রহণযোগ্যতা অনেক বেশি ।

  ৪) টাকা লেনদেন অনেক বেশি সুরক্ষিত কারন এটি তে শিল্ড নামক একটি মাল্টি লেয়ারড সিকিউটির ২৪*৭ সুরক্ষা ব্যবস্থায় থাকে ।

  ৫) এই  অ্যাপটির একটি উল্লেখ্য বিষয় হল এর ক্যাশ ব্যাক বা স্ক্রাচ কার্ড  এতে ব্যবহারকারি তার লেনদেন অনুযায়ী লোভনীয় ক্যাশব্যাক পায় যা সরাসরি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ চলে যায় ।

 

উপরোক্ত কারন গুলি ছাড়াও গুগুল পের একটি বিশেষত্ব আছে যা বাজারে চলতি অন্য অ্যাপ থেকে আলাদা সেটি হল একজন গুগুল পে ব্যবহারকারি অন্য একজন ব্যবহারকারিকে সহজেই টাকা পাঠাতে পারেন তাদের ফোন নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট  সম্পর্কিত তথ্য ছাড়াই । এছাড়াও আগামি দিনে গুগুল পে আরও সুবিধাজনক কিছু ব্যাবস্থা আনতে চলেছে যেমন  প্রি অ্যাপ্রুভড লোন এবং রিটেল স্টোর গুলিতে পেমেন্টের ব্যবস্থা করা । সুতরাং বলাই চলে যে বর্তমান পরিস্থিতিতে ই পে অ্যাপের দুনিয়ায় গুগুল পে  প্রথম স্থান দখলের প্রক্রিয়ায় অনেকটাই এগিয়ে আর আমাদেরও নিত্যাদিনের দৌড়ের বিশ্বাসযোগ্য সাথী ।  

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ