গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে ২৮ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্ট - প্রোজেক্ট সুপারিটেন্ডেন্ট (টেকনিক্যাল)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - মেকানিকাল ও নেভাল আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণীর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ৫৪ বছরের মধ্যে।
বেতনক্রম - ১,২০,০০০/- টাকা - ২,৮০,০০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে GRSE এর অফিসিয়াল ওয়েবসাইট https://jobapply.in/grse2022 এর মাধ্যমে ২৮ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।
অনলাইনে আবেদন করা হয়ে গেলে তার একটি প্রিন্ট কপি বার করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ১০ অক্টোবর, ২০২২ এর মধ্যে জমা করতে হবে এই ঠিকানায় - Post Box No. 3076, Lodhi Road, New Delhi - 110003।
খামের উপর লিখতে হবে - 'GRSE Employment Notification No. OS: 3/2022' এবং ' Post Applied for....'।
আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন GRSE এর অফিসিয়াল ওয়েবসাইট www.grse.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ