ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে ২১ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (ফরওয়ার্ড ডিজাইন গ্রুপ)

শূন্যপদ - ৫টি

যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৫,৭০০/- টাকা - ৯০,০০০/- টাকা

 

২) ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল)

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৫,৭০০/- টাকা - ৯০,০০০/- টাকা

 

৩) ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (আই টি)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৫,৭০০/- টাকা - ৯০,০০০/- টাকা

 

৪) সুপারভাইজার (মেকানিকাল)

শূন্যপদ - ৪টি

যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ৩৮ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৯,৩০০/- টাকা - ১,০২,৬০০/- টাকা

 

৫) সুপারভাইজার (ইলেকট্রিক্যাল)

শূন্যপদ - ৪টি

যোগ্যতা - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ৩৮ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৯,৩০০/- টাকা - ১,০২,৬০০/- টাকা

 

৬) সুপারভাইজার (হাল অ্যান্ড হাল আউটফিট)

শূন্যপদ - ৪টি

যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং/নেভাল আর্কিটেকচার/শিপবিল্ডিং/শিপরাইট/বি.এসসি বা সমতুল্য বিষয়ে ডিপ্লোমা এবং

সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ৩৮ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৯,৩০০/- টাকা - ১,০২,৬০০/- টাকা

 

৭) সুপারভাইজার (সিকিউরিটি)

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৩,৮০০/- টাকা - ৮৩,৩০০/- টাকা

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

নির্বাচন পদ্ধতি

 

লিখিত পরীক্ষা এবং প্র্যাক্টিক্যাল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় সীমা ডিসেম্বর, ২০২২।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন GRSE এর অফিসিয়াল ওয়েবসাইট www.grse.in

সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে ৩ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। পরবর্তীকালে কাজের মান ও

প্রয়োজন অনুসারে আরো ২ বছর মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে অনলাইনে GRSE এর অফিসিয়াল ওয়েবসাইট www.grse.in অথবা https://jobapply.in/grse2022 এর মাধ্যমে ২১ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে।

পাশাপাশি প্রয়োজনীয় তথ্যাদি সহ আবেদন পত্রে সাইন করে পাঠাতে হবে এই ঠিকানায় - ' GRSE Bhavan, 61, Garden Reach Road, Kolkata - 700024 ' ২৮ নভেম্বর, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ৪০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী দের ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন GRSE এর অফিসিয়াল ওয়েবসাইট www.grse.in অথবা https://jobapply.in/grse2022


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ