ব্রেকিং নিউজঃ ইন্টারভিউ ছাড়াই মোট ২৫২৭১ জন কনস্টেবল নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন
স্কিল বেঙ্গল ডেস্কঃ কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন মোট ২৫২৭১ জন কনস্টেবল নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করল। নিয়োগ করা হবে এই পরীক্ষার মাধ্যমে- "Constables (GD) in Central Armed Police Forces (CAPFs), NIA, SSF and Rifleman (GD) in Assam Rifles Examination, 2021"। ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে ৩১ আগস্ট, ২০২১ এর মধ্যে স্টাফ সিলেকশন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইটে।
পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য কলকাতা, হুগলী ও শিলিগুড়ি তে পরীক্ষা কেন্দ্র রয়েছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি - CLICK HERE
শূন্য পদ
যোগ্যতা
মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ১ আগস্ট, ২০২১ অনুযায়ী, ১৮ থেকে ২৩ বছরের মধ্যে বয়স থাকলে আবেদনের যোগ্য। বয়সের উর্ধসীমায় এস সি / এস টি রা ৫ বছর এবং ও বি সি রা ৩ বছর বয়সের ছাড় পাবেন। ১ আগস্ট, ২০২১ এর মধ্যে মাধ্যমিক পাশ না করে থাকলে আবেদনের যোগ্য নন।
এন সি সি সার্টিফিকেট থাকলে পরীক্ষায় অতিরিক্ত নম্বর বোনাস হিসেবে পাবেন।
(১) NCC ‘C’ Certificate - 5% of the maximum marks of the examination
(২) NCC ‘B’ Certificate- 3% of the maximum marks of the examination
(৩) NCC ‘A’ Certificate - 2% of the maximum marks of the examination
বেতনক্রম
২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
নির্বাচন পদ্ধতি
কম্পিউটার বেসড পরীক্ষা, শারীরিক মান নির্ণয়, শারীরিক দক্ষতার পরীক্ষা, মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে। কোন ও ইন্টারভিউ নেওয়া হবে না।
কম্পিউটার বেসড পরীক্ষা
অবজেক্টিভ টাইপের মোট ১০০ নম্বরের পরীক্ষায় ৪ টি বিষয় থেকে প্রশ্ন হবে। নেগেটিভ মার্কস রয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দি তে। সিলেবাস নীচে দেওয়া হল।
বিষয় ভিত্তিক সিলেবাস
শারীরিক মান নির্ণয়
ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৭০ সেমি। মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭ সেমি। কিছু ক্ষেত্রে উচ্চতায় ছাড় রয়েছে। কারা কারা কতটা ছাড় পাবেন তার তালিকা দেওয়া হল।
ছেলেদের ক্ষেত্রে বুকের ছাতির মাপ হতে হবে কমপক্ষে ৮০ সেমি। এর পাশাপাশি বুকের ছাতি কমপক্ষে ৫ সেমি ফোলানোর দক্ষতা থাকা চাই। মেয়েদের ক্ষেত্রে এই পরীক্ষা নেওয়া হবে না। বুকের ছাতির মাপে কারা কারা কতটা ছাড় পাবেন তার তালিকা দেওয়া হল।
উচ্চতার সঙ্গে ওজন হতে হবে মানানসই।
শারীরিক দক্ষতার পরীক্ষা
এই পরীক্ষায় দৌড়নোর ক্ষমতা দেখা হবে। ছেলে ও মেয়েদের দৌড়নোর পরীক্ষা তালিকার আকারে দেওয়া হল।
এর পর নেওয়া হবে মেডিক্যাল পরীক্ষা। কোন ও ইন্টারভিউ নেওয়া হবে না।
মেডিক্যাল পরীক্ষার বিস্তারিত তথ্য - CLICK HERE
আবেদনের পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ৩১ আগস্ট, ২০২১ এর মধ্যে স্টাফ সিলেকশন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/ এ। আবেদনের ফি ১০০ টাকা জমা করতে হবে BHIM UPI, Net Banking, by using Visa,
Mastercard, Maestro, RuPay Credit or Debit cards বা SBI Challan এর মাধ্যমে। অনলাইনে ফি জমা করা যাবে ২ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত। অফলাইনে চালানের মাধ্যমে ফি জমা করা যাবে ৭ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত।
এস সি / এস টি / এক্স সার্ভিস ম্যান / মহিলা পরীক্ষার্থীদের কোন আবেদন ফি লাগবে না।
এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন স্টাফ সিলেকশন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/।