ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক :  রাষ্ট্রায়ত্ত সংস্থা GAIL ইন্ডিয়া লিমিটেডে এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - GAIL/OPEN/ET/4A/2021। শুরুতেই বেতন ৬০,০০০/- টাকা।
আবেদন করতে হবে অনলাইনে ১৬ মার্চ, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) এক্সিকিউটিভ ট্রেনি (ইন্সট্রুমেন্টেশন)
শূন্যপদ - ১৮টি (UR-9, SC-2, ST-1, OBC-5, EWS-1)
যোগ্যতা - কমপক্ষে ৬৫% নম্বর সহ ইন্সট্রুমেন্টেশন/ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন/ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

২) এক্সিকিউটিভ ট্রেনি (মেকানিকাল)
শূন্যপদ - ১৫টি (UR-7, ST-2, OBC-5, EWS-1)
যোগ্যতা - কমপক্ষে ৬৫% নম্বর সহ মেকানিকাল/প্রোডাকশন/প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল/ম্যানুফ্যাকচারিং/মেকানিকাল অ্যান্ড অটোমোবাইল  বিষয়ে ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

৩) এক্সিকিউটিভ ট্রেনি (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ১৫টি (UR-7, SC-1, ST-2, OBC-4, EWS-1)
যোগ্যতা - কমপক্ষে ৬৫% নম্বর সহ ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

তবে প্রতিটি পোস্টেরই এসসি/এসটির শিক্ষাগত যোগ্যতার নম্বরের  ক্ষেত্রে ৬০% নম্বর হলেই আবেদন করতে পারবেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি   Download Here


কেবলমাত্র রেগুলার মোডের ডিগ্রী প্রাপ্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।
২০২০ সাল ও তার আগে ডিগ্রী প্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না।
তবে চূড়ান্ত বর্ষের ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন।

বয়স

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৬ মার্চ, ২০২২ অনুযায়ী ২৬ বছরের মধ্যে।
তবে এসসি/এসটির ক্ষেত্রে ৫ বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে। এছাড়াও অন্যান্য  নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ৬০,০০০/- টাকা - ১,৮০,০০০/- টাকা। প্রবেশন কাম ট্রেনিং পিরিয়ডে ৬০,০০০/- টাকা প্রদান করা হবে।

প্রবেশন কাম ট্রেনিং পিরিয়ড - ১ বছর


নির্বাচন পদ্ধতি


সংশ্লিষ্ট শাখায় GATE - ২০২২ পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের গ্রুপ ডিসকাশন/ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা GAIL এর অফিসিয়াল ওয়েবসাইট https://gailonline.com এ প্রকাশিত করা হবে।

এছাড়াও GAIL এর নির্দেশিকার মান অনুযায়ী শারীরিক ভাবে সক্ষম হতে হবে।


আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে  GAIL এর অফিসিয়াল ওয়েবসাইট https://gailonline.com  এ ১৬ মার্চ, ২০২২ এর মধ্যে।

Apply Now


আবেদন করার সময় প্রার্থীকে অবশ্যই GATE - ২০২২ পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
আবেদন করা হয়ে গেলে আবেদন পত্রের প্রিন্ট আউট বার করে নিতে হবে।
পাশাপাশি আবেদন পত্র পূরণ করার সময় GATE - ২০২২ এর অরিজিনাল আবেদন পত্র, অ্যাডমিট কার্ড, স্কোর কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড করে রাখতে হবে। পরবর্তীকালে ইন্টারভিউয়ের সময় তা নিয়ে যেতে হবে।
একজন প্রার্থী একাধিক পোস্টে আবেদন করতে পারবেন না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন GAIL এর অফিসিয়াল ওয়েবসাইট https://gailonline.com  বা লগ ইন করুন https://gate.iitkgp.ac.in/  অথবা IISc, ব্যাঙ্গালোর ও আই আই টি এর ওয়েবসাইট গুলিতে।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ