রেল কৌশল বিকাশ যোজনার অধীনে বিনামূল্যে প্রশিক্ষণ
স্কিল বেঙ্গল ডেস্কঃ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স এ রেল কৌশল বিকাশ যোজনার অধীনে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তিন সপ্তাহের প্রশিক্ষণ পর্বের মূল উদ্দেশ্য দক্ষতা বৃদ্ধি। ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে ভারতীয় রেল কৌশল বিকাশ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে ২৮ নভেম্বর, ২০২১ এর মধ্যে।
প্রশিক্ষণ কর্মসূচি যে যে পেশার উপর হবে সেগুলি হল -
১) ফিটার
আসন সংখ্যা - ২০টি (মহিলা/পুরুষ)
২) ওয়েল্ডার
আসন সংখ্যা - ২০টি (মহিলা/পুরুষ)
৩) মেসিনিস্ট
আসন সংখ্যা - ১০টি (মহিলা/পুরুষ)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং বয়স হতে হবে ৩ নভেম্বর, ২০২১ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ভারতীয় রেল কৌশল বিকাশ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট www.railkvy.indianrailways.gov.in এ ২৮ নভেম্বর, ২০২১ এর মধ্যে।
কোর্স সম্পর্কে সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন এই দুটি নম্বরে - ১) 9547966285 (শ্রী দুয়াঙ্গ দত্ত ওএস/টিটিসি) বা ২) 9434663812 (শ্রী সুদীপ নাগ সিনিয়র ট্রেড ইন্সট্রাক্টর)।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় রেল কৌশল বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট www.railkvy.indianrailways.gov.in ।