ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : আই টি আই পাশ ছাত্রছাত্রীদের ২০২১ - ২০২২ শিক্ষাবর্ষে কেন্দ্র সরকার আয়োজিত স্বল্প মেয়াদী কোর্সের জন্য ভর্তির প্রক্রিয়া চলছে। সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্স করানো হবে। পাশাপাশি হোস্টেল ফি লাগবে না। কোর্স সম্পূর্ণ হওয়ার পরে স্টাইপেন্ড ও শংসাপত্র প্রদান করা হবে। কোর্স করাচ্ছে  স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রালয়ের ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং অধীনস্থ ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট (NSTI)।
কলকাতা, দাশনগর ও হাওড়া - ৭১১১০৫ এর ইনস্টিটিউটে প্রশিক্ষণ দেওয়া হবে।
সেক্টর স্কিল কাউন্সিল (এসএসসি), ডিজিটি ও এমএসডিই এর অধীনে ট্রেনিং পরিচালিত হবে।
কোর্স ট্রেনিং চালু হবে ১৫ মার্চ, ২০২২।

যে যে কোর্সে ভর্তি নেওয়া হবে সেগুলি হল - 
১) অটোমোবাইল ওয়েল্ডিং মেশিন লিড টেকনিশিয়ান
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ ১ বছরের ওয়েল্ডিং এ আই টি আই পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা
অথবা, মেকানিকাল/অটোমোবাইলে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা 
অথবা, অটোমোটিভ ওয়েল্ডিং মেশিন টেকনিশিয়ান এ এনএসকিউএফ - সার্টিফিকেট লেভেল ৪ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কোর্সের মেয়াদ - ৫২০ ঘণ্টা

২) সুপারভাইজার স্ট্রিট লাইট ইনস্টলেশন অ্যান্ড মেন্টেনেন্স
যোগ্যতা - ইলেকট্রিশিয়ান ট্রেডে আই টি আই পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কোর্সের মেয়াদ - ২০০ ঘণ্টা

আবেদন পদ্ধতি


আবেদন করার জন্য আগ্রহী ছাত্রছাত্রীদের ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট কলকাতা, দাশনগর , হাওড়া - ৭১১১০৫ তে যোগাযোগ করতে হবে। 
আবেদন সম্পর্কিত কোন সমস্যা বা  তথ্য জানতে এই ইমেল আইডি তে মেল পাঠাতে পারেন - atihowrah@nic.in বা যোগাযোগ করতে পারেন এই নম্বরে - 9831345048 (শ্রী এম. কর্মকার, অ্যাডমিশন সেল ইনচার্জ)

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ