ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ বর্তমান সময়ে ই- কমার্সে লজিস্টিক ডিপার্টমেন্টে দক্ষ  কর্মীর  চাহিদা থাকলেও দক্ষ মানদসম্পদ যোগানের অপ্রতুলতা রয়েছে।  ই- কমার্স সেক্টরে চাহিদা ও যোগানের ভারসাম্য বজায় রাখতে এবার এগিয়ে এল ই- কমার্স সেক্টরের পরিচিত মুখ ফ্লিপকার্ট । প্রয়োজনীয় পদক্ষেপের প্রথম ধাপ হিসেবে  ন্যসানাল স্কিল ডেভেলপমেন্ট এন্ড এন্তারপ্রেনিউরশিপ ও কর্ণাটক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এর সঙ্গে ফ্লিপকার্ট এর মৌ চুক্তি স্বাক্ষরিত হল ।

 

কর্ণাটকের প্রায় ১৫০০ স্কয়ার ফুটের এই "সেন্টার অফ এক্সেলেন্স " টি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা হবে। সাপ্লাই চেন, স্টোরেজ, ডিস্ত্রিবিউসান, কাস্টমার ম্যানেজমেন্ট, মেটেরিয়াল হ্যান্ডলিং সহ স্থানীয় পরিবহণ আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে এই "সেন্টার অফ এক্সেলেন্স " এ। সপ্তাহব্যপি এই প্রশিক্ষণ পর্বে পড়ুয়ারা ফ্লিপকার্টে শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ পাবে। তাছাড়াও এই প্রশিক্ষণ এর মান NSQF অনুযায়ী হওয়ায় পড়ুয়ারা প্রশিক্ষণ পর্ব শেষে ন্যাসানাল স্কিল কোয়ালিফিকেসান ফ্রেমওয়ার্ক এর শংসাপত্র পাবে। বিশেষজ্ঞ মহলের মতে এই উদ্যোগের ফলে ই- কমার্স সেক্টরে চাহিদা ও যোগানের ভারসাম্য বজায় থাকবে।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ