মাস মাইনে এবং চাকরির নিশ্চয়তর অন্যতম সেরা কোর্স ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট
স্কিল বেঙ্গল ডেস্কঃ আগুন লাগলে তা নেভাতে যেমন কর্মীর প্রয়োজন তেমনি বহুতল বিল্ডিং গুলোতে যাতে আগুন না লাগে তার জন্য নেওয়া হয় ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট এর পেশাদারি গাইড। প্রশিক্ষণ প্রাপ্ত এই পেশাদাররা বহুতল বিল্ডিং এর অগ্নি নিরাপত্তা সুনিশ্চিত করেন। এখনও পর্যন্ত অনেকের কাছেই ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট একটি অফ বিট কোর্স। তবে মাস মাইনে এবং চাকরির নিশ্চয়তা জানলে আপনিও আজই এই কোর্সে ভর্তি হওয়ার কথা ভাববেন।
ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট অনুযায়ী , যে কোনও বহুতল বিল্ডিং বা বলা যেতে পারে উচ্চ ঝুঁকি সম্পন্ন বিল্ডিং যেমন হাসপাতাল, শপিং মল, কর্পোরেট অফিস, বিনোদন পার্ক, সিনেমা হল, বিভিন্ন কারখানা তে সেফটি ম্যানেজার রাখা দরকার। নগরায়নের পরিমাণ বাড়তে থাকায় সেফটি ম্যানেজার দের চাহিদা ও দিন দিন বাড়ছে। পরিসংখ্যান বলছে, ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট এর প্রশিক্ষিত কর্মীর যোগান চাহিদার তুলনায় অত্যন্ত কম।
কোর্স, ট্রেনিং, চাকরি ও স্কিল সংক্রান্ত প্রতিটি খবরের সঠিক তথ্য সবার আগে পেতে লাইক ও ফলো করুন স্কিল বেঙ্গল এর - ফেসবুক পেজ এবং স্কিল বেঙ্গল এর - ইউ টিউব চ্যানেল । |
একটা কথা জানলে অবাক হবেন ছেলেদের পাশাপাশি মেয়েরাও এই পেশায় এগিয়ে আসছেন এবং সাফল্য লাভ করছেন। চাকরির পাশাপাশি বেশ লোভনীয় ব্যবসারো সুযোগ রয়েছে এই কোর্স করলে।
আজ থেকে ১০ বছর আগেও ফায়ার অ্যান্ড সেফটি নিয়ে পড়াশুনো করছে শুনলেই সবার মনে হত এই কোর্স করলে আগুন লাগলে বড় বড় জলের পাইপ বওয়া বা এই ধরনের কাজ ই করতে হবে। তা কিন্তু একেবারেই নয়। কারণ আগুন লাগলে তা নেভানোর জন্য প্রয়োজন হয় একদল কর্মীর। আর আগুন যাতে না লাগে তার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা এবং তা রূপায়িত করার কাজ করেন ফায়ার সেফটি ম্যানেজমেন্টের পেশাদারেরা। অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থাপক। এই নিরাপত্তা ব্যবস্থাপকের দক্ষতা অর্জন করতে গেলে আপনাকে ফায়ার সেফটি ম্যানেজমেন্টের কোর্স করতে হবে।
চলুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে এই পেশায় আসবেন ? কি কি শিখতে হবে এই পেশায় সাফল্য পেতে গেলে ? রোজগারের হাল হকিকত ই বা কেমন ?
কোন যোগ্যতায় কোন কোর্স
মাধ্যমিক পাশ হলেই আপনি এন্ট্রি লেভেলের সার্টিফিকেট কোর্স করতে পারেন। তবে উচ্চ মাধ্যমিক পাশ হলে ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ পেতে পারেন। আর যদি ম্যানেজারিয়াল পোস্টে চাকরি পেতে চান সেক্ষেত্রে গ্র্যাজুয়েট হওয়া আবশ্যিক। গ্র্যাজুয়েট হলে আপনি এম বি এ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করতে পারবেন।
এবার জেনে নিন এই কোর্সে মূলত কি কি শেখানো হয়- বিভিন্ন ফায়ার ফাইটিং এজেন্ট ও সেগুলো কীভাবে প্রয়োগ করা হয় তার পদ্ধতি, ইলেক্ট্রিসিটি অ্যান্ড ফায়ার রিস্ক, বিল্ডিং স্টাডিজ, ভেন্টিলেসান, ফায়ার ফাইটিং ইন্সটলেসান, রুটিন ইন্সপেক্সান, ফায়ার অডিট, ম্যানেজমেন্ট স্কিল্ম, কম্পিউটার অ্যাপ্লিকেশান সহ আরও অনেক কিছু।
থিওরি কোর্সের পাশাপাশি প্রাকটিক্যাল ক্লাস অবশ্যই প্রয়োজন হয় এই পেশায় আসতে গেলে। কারণ হাতে কলমে কাজ না শিখলে চাকরি জীবনে সফল হতে পারবেন না।
তবে কি শেখানো হবে এবং কীভাবে শেখানো হবে তা নির্ভর করবে প্রতিষ্ঠান অনুযায়ী । কারণ কোর্সের রকমফের অনুযায়ী কোর্সের সিলেবাস হয়। প্রতিষ্ঠানভেদে কোর্সের মেয়াদ, কোর্সের বিভিন্ন ভাগ রয়েছে। কোর্স ফিও প্রতিষ্ঠানভেদে আলাদা হয়। তবে ভর্তি হবার আগে ইনস্টিটিউট এর ইনফ্রাসস্ত্রাকচার সম্পর্কে সমস্ত টা জেনে তবেই ভর্তি হওয়া উচিত।
পেশাদারি প্রতিষ্ঠান
চলুন এবার জেনে নেওয়া যাক কোথা থেকে আপনি পেশাদারি দক্ষতার শিক্ষা লাভ করবেন ?
বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে যারা ফায়ার সেফটি ম্যানেজমেন্টের সার্টিফিকেট, ডিপ্লোমা বা এম বি এ কোর্স পরিচালনা করে। যেমন -
1) NIFSE, Nagpur
Regional Franchise
National Institute Of Fire & Safety Engineering, Haldia
NIFSE, Nagpur- Associate Institute
- Mecheda Inst. of Fire & Safety Management
- NIFSE-SABANG
- NIFSE-CONTAI
- NIFSE- GHATAL
- NIFSE CHAITANYAPUR
- NIFSM Panskura
- Denature Edutech Private Ltd
- Institute of Fire & Safety Management, Haldia
- NIFSE Nanadakumar
- Tamralipta College of Fire & Safety Engg.
- Rays School of Fire & Safety, Birati
- NIFSE – Bardhaman
- NIFSE – MOYNA
- NIFSE, Asansol Branch
- NIFSE- Nagpur Regional Training Centre, Durgapur
- Care India
2) IISWBM
3) MNG Academy
4) Haldia Fire and Safety College
5) MBIZ NAFS Mangement
কোর্স তো শিখলেন, এবার জানা দরকার কোথায় চাকরি পাওয়া যায় এবং শুরুতে মাইনে কেমন কি মেলে। বহুতল বিল্ডিং, হাসপাতাল, শপিং মল, কর্পোরেট অফিস, বিনোদন পার্ক, সিনেমা হল, বিভিন্ন কারখানা কেমন প্লাস্টিক শিল্প, ফার্টিলাইজার, বটলিং প্ল্যান্ট এ চাকরির সুযোগ আছে। এমনকি বিদেশেও ফায়ার সেফটির পেশাদারদের চাহিদা যথেষ্ট রয়েছে।
কোর্স শেষে শুরুতে মোটামুটি ১৫ হাজার টাকা মাস মাইনে হলেও কয়েক বছর ঘুরতে না ঘুরতেই ৪০- ৫০ হাজার টাকা বেতন হওয়াটা অস্বাভাবিক নয় একেবারেই। এর পাশাপাশি সরকারি অফিস যেমন সরকারি হাসপাতাল, সরকারি আবাসন, এয়ারলাইন্স, পেত্রোকেমিক্যালস, টেক্সটাইলস এ বিজ্ঞাপন দিয়ে কর্মী নিয়োগ করা হয়।
আপনি চাইলে নিজেও ব্যবসা করতে পারেন ফায়ার সেফটির কন্সাল্ট্যান্ট হিসেবে। সেক্ষেত্রে বিল্ডিং এর অডিট থেকে শুরু করে নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক দেখভাল করা এবং মোটা টাকা রোজগারের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে নিজের রোজগারের পাশাপাশি আর ৫ জনের অন্নসংস্থানের ব্যবস্থা ও আপনি করতে পারবেন।
একটা কথা না বললেই নয়। মেয়েরাও কিন্তু সমান তালে এই পেশায় সাফল্য লাভ করছেন। তাই বাড়ির বা পরিচিত দের মধ্যে কন্যা সন্তান দের অবশ্যই এই পেশায় আসার জন্য উৎসাহিত করতে পারেন। এতে করে ম্যানেজমেন্টের অফ বিট পেশায় আরও বেশি করে মেয়েদের সাফল্যের কাহিনী আমরা সবাই জানতে পারব।
কোর্স, ট্রেনিং, চাকরি ও স্কিল সংক্রান্ত প্রতিটি খবরের সঠিক তথ্য সবার আগে পেতে লাইক ও ফলো করুন স্কিল বেঙ্গল এর - ফেসবুক পেজ এবং স্কিল বেঙ্গল এর - ইউ টিউব চ্যানেল ।