মোট ১১৫২ জন জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে চাকরি পেতে চলেছেন
স্কিল বেঙ্গল ডেস্কঃ জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার ফাইনাল মেধা তালিকা প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন। ফাইনাল মেধা তালিকায় মোট ১১৫২ জনের নাম রয়েছে। এর মধ্যে Civil Engineering এ ১০০৮ জন এবং & Electrical Engineering/Mechanical Engineering এ ১৪৪ জনের নাম তালিকায় আছে।
যদিও গত ২৩ নভেম্বর, ২০২১ এ পেপার ২ তে [Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying &Contracts) Examination, 2019 ] পাশ করা Civil Engineering এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫৩২ জন এবং Electrical Engineering/Mechanical Engineering এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫৮ জন।
ডকুমেন্ট ভেরিফিকেসানের পর ফাইনাল মেধা তালিকা অর্থাৎ চাকরি পাবেন ১১৫২ জন।
Civil Engineering এ কাট অফ মার্কস - Download Here
Electrical Engineering/Mechanical Engineering এ কাট অফ মার্কস - Download Here
ক্যাটেগরি ভিত্তিক কত জন মেধাতালিকায় - Download Here
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Here
আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন এস এস সি'র অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/ ।