ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : চলচ্চিত্র বিষয়ের উপর একটি স্বল্প মেয়াদী কোর্সে ভর্তি নিচ্ছে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজ (CLTCS) এবং সাংবাদিকতা, গণ জ্ঞাপন বিভাগের যৌথ উদ্যোগে এই  কোর্সটি পরিচালনা করা হবে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর, ২০২১।

কোর্সের নাম - সিনেমার পাঠশালা (প্রথম পর্যায়)
কোর্সের মেয়াদ - ২ সপ্তাহ। অনলাইনে ক্লাস করানো হবে। ক্লাস শুরু হবে ১৮ সেপ্টেম্বর, ২০২১ ও শেষ হবে ৩ অক্টোবর, ২০২১।
আসন সংখ্যা - ৪০।
যোগ্যতা - নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ।

কোর্স ফি -৫০০ টাকা। 

কোর্স শেষে ই সার্টিফিকেট দেওয়া হবে। 

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া একটি গুগল ফর্মের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর, ২০২১।

গুগল ফর্মের লিঙ্ক - https://forms.gle/86tsax9HrDr9UTU3A 
সকল আবেদনকারীদের এই ফর্ম পূরণ করে আবেদন জমা করতে হবে। নির্বাচিত অংশগ্রহণকারীদের তাদের ইমেল আই ডিতে জানিয়ে দেওয়া হবে।

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করতে পারেন  এই সহায়তা  নম্বরে -8013352707 ( অরিজিৎ ঘোষ স্যার, সহকারী অধ্যাপক, সাংবাদিকতা, গণ জ্ঞাপন বিভাগ) 
বা ইমেল পাঠাতে পারেন এই মেল আইডিতে - ari.nsou@gmail.com। 

বা দেখতে পারেন বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট- http://www.wbnsou.ac.in/। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ