ফিল্ড ওয়ার্কার পোস্টে চাকরি দিচ্ছে কলকাতার বিজ্ঞান শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান
স্কিল বেঙ্গল ডেস্ক : বিজ্ঞান শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান 'IISER কলকাতায়' ফিল্ড ওয়ার্কার পোস্টে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করতে হবে ৫ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে সংস্থার অফিসিয়াল ইমেল আইডি - mohitprasad@iiserkol.ac.in এ ।
পোস্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য
যোগ্যতা - যে কোন শাখাতে গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে (রিসার্চ ল্যাবরেটরি) কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতন - ১৮,০০০/- টাকা
কাজের মেয়াদ - ১ বছর। পরবর্তীকালে কাজের মান ও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Here
নির্বাচন পদ্ধতি
শর্ট সিলেক্টেড প্রার্থীদের অনলাইনে ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে ৫ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে সংস্থার অফিসিয়াল ইমেল আইডি mohitprasad@iiserkol.ac.in এ । মেল করতে হবে প্রার্থীর সিভি, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট ইত্যাদির সেলফ অ্যাটেস্টেড করা কপি। ইমেলের সাবজেক্ট লাইনে লিখবেন - " Application for Field Worker (SERB) position "।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IISER এর অফিসিয়াল ওয়েবসাইট - www.iiserkol.ac.in ।