ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

দীপিকা পাড়ুকোন তার সাম্প্রতিক সিনেমায় কি ধরণের পোশাক পরেছিলেন বা রণবীর কাপুর এখন রিপড জিন্স পরছেন না ক্যাজুয়াল ট্রাক প্যান্টস ,এই বিষয়ক  খবর নিঃসন্দেহে যুবসম্প্রদায়ের কাছেই সবচেয়ে বেশি থাকে। তবে বর্তমানে ,শুধু ইয়ং ছেলে মেয়েরাই নয় সব বয়েসের মানুষই নিজের মতো করে ফ্যাশন ট্রেন্ড ফোলো করেন।  সমস্ত মার্কেট প্লেস ও শপিং মলের দোকান গুলির উপচে পড়া ভিড় দেখলেই সেটা আন্দাজ করা যায়। ট্রেন্ডিং ও কেতাদস্তুর পোশাকআশাকে নিজেকে সাজিয়ে তুলতে কার না ভালো লাগে কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই আছেন যারা সেই আকর্ষণীয় পোশাক ও তার আনুষঙ্গিক উপকরণ যেমন ব্যাগ,জুতো ,জুয়েলারি ইত্যাদির  ডিজাইনারদের সম্পর্কে জানেন।

ফ্যাশন ডিজাইনিং হলো এমন একটি শিল্পকর্ম যার কদর পোশাক প্রস্তুতকারক কোম্পানি  ও চলচিত্র জগতে বহুদিন ধরে প্রচলিত। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এদের জনপ্রিয়তা মাত্র  দুই দশক হলো বৃদ্ধি পেয়েছে।গ্লোবালাইজেশনের কারণে দেশ বিদেশের ফ্যাশন এখন হাতের নাগালে ,এই যুগের ছেলেমেয়েরা শুধুমাত্র ফ্যাশনেবল পোশাক পরেই ক্ষান্ত হতে ইচ্ছুক নয় তারা নিজেরাও ফ্যাশন ডিজাইনিংয়ের প্রশিক্ষণ নিয়ে সফল ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছেন। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জী ,অনামিকা খান্না ,মনীষ মালহোত্রা ,রোহিত বাল প্রমুখরা সফল ডিজাইনার হয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন গোটা বিশ্বের দরবারে এবং এরাই আমাদের নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা। তাই আজকে আমরা ফ্যাশন ডিজাইনিং কোর্স সম্পর্কে বিস্তারিত জানবো যাতে আরো অনেক ছাত্রছাত্রী উপকৃত হন ও জীবনে উন্নতি করতে পারেন।

ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করার জন্য একজন পড়ুয়াকে উচ্চ মাধ্যমিক পাশ হতেই হবে ।  বহু ইনস্টিটিউট এর নিজস্ব এন্ট্রান্স এক্সাম বা প্রবেশিকা পরীক্ষা হয় । ফ্যাশন ডিজাইনিং পড়ার সময় গার্মেন্ট ডিজাইন ,আয়াক্সেসরিস ডিজাইন ,ফুটওয়্যার ডিজাইন ইত্যাদির ওপর স্পেশালাইজেশন করা যায়। ভারতবর্ষে একজন ফ্যাশন ডিজাইনার শুরুতে মাসিক ৩০,০০০ টাকা বেতন পেতে পারেন এবং ধীরে ধীরে এই বেতন লক্ষাধিক হয়ে যেতে পারে। এই কাজে অভিজ্ঞতার দাম সর্বাধিক। একজন ব্যক্তি ফ্যাশন ডিজাইনার হিসেবে যত বেশি অভিজ্ঞ হয়ে উঠবেন ততই তার গুরুত্ব ও উপার্জন বৃদ্ধি পাবে।  

 

ফ্যাশন ডিজাইনিং কোথায় কোথায় পড়ানো হয়

১)ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (সরকারি কলেজ ), প্লট ,৩বি এল এ ব্লক , সেক্টর ৩ , টি বিধাননগর  কলকাতা , ওয়েস্ট  বেঙ্গল ৭০০০৯৮      

২)ইন্টারন্যাশনাল স্কুল অফ ডিজাইন (ফ্যাশন ইন্টেরিয়র জুয়েলারি কলেজ ), পি -৪০ , ব্লক বি , লেক  টাউন , কলকাতা , ওয়েস্ট  বেঙ্গল  ৭০০০৮৯ 

৩)এন এস এইচ এম ইনস্টিটিউট অফ মিডিয়া এন্ড ডিজাইন , ১২৪ বসন্ত  লাল  সাহা রোড, অজয়  নগর  , বুড়োশিবতল্লা , টালিগঞ্জ, কলকাতা , ওয়েস্ট  বেঙ্গল ৭০০০৫৩

৪)জি আই এফ টি ডিস্জাইন একাডেমি , ৭বি, আচার্য জগদীশ চান্দ্রা বস রোড , বাল্লিগঞ্জ ,কলকাতা ,ওয়েস্ট  বেঙ্গাল ৭০০০১৭

৫)আই এন আই এফ এটি , ইনিফট , ইউনিট  ন.৪গ ,পি .স . কুব্জ  বিল্ডিং  এ এ 2, অ্যাকশন  এরিয়া  আই আই ডি , নিউটউন  কলকাতা , ওয়েস্ট  বেঙ্গল  ৭০০১৫৭

৬)গ্ল্যামার স্কুল অফ ফ্যাশন এন্ড ইন্টেরিয়র , ১০ত ফ্লোর , এভারেস্ট  হাউস , ৪৬সি , জওহরলাল  নেহেরু রোড , কাঁকড়িয়া এস্টেট , পার্ক স্ট্রিট  এরিয়া , কলকাতা , ওয়েস্ট  বেঙ্গল  ৭০০০৭১

৭)নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি (সরকারি কলেজ ), গুড়িয়াভাটা , সাহাপুর  পি , ওয়েস্ট বেঙ্গল  ৭১২৪১০

৮)দা ভবানীপুর ডিজাইন একাডেমি , শ্রীপল্লি ,ভবানীপুর ,কলকাতা ৭০০০২০

৯)সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি , ডিজি  ব্লক (নিউটউন) ,অ্যাকশন  এরিয়া  ১ , ১ /২ , নিউটউন  , ওয়েস্ট  বেঙ্গল  ৭০০১৫৬

১০) ফুটওয়্যার ডিসাইন এন্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট,কলকাতা লেদার কমপ্লেক্স , গেট n-৩ , মৌজা , যে এল  নো .৩২ -৩৫ , গঙ্গাপুর ,কলকাতা  ওয়েস্ট বেঙ্গল ৭৪৩৫০২

 

ভারতে ফ্যাশন ডিসাইনিংয়ের  কোর্স ও  যোগ্যতা

 

কোর্স

যোগ্যতা

মেয়াদ

ফি (আনুমানিক)

বি এস সি ইন ফ্যাশন ডিজাইনিং

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার প্রতি বছর

ডিপ্লোমা ইন ফ্যাশন ডিজাইনিং

উচ্চ মাধ্যমিক পাশ

১ বছর

পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার প্রতি বছর

বি ডেস  ইন ফ্যাশন ডিজাইনিং

উচ্চ মাধ্যমিক পাশ

৪ বছর

কুড়ি হাজার থেকে আশি হাজার প্রতি বছর

ব্যাচেলর অফ ফ্যাশন টেকনোলজি

উচ্চ মাধ্যমিক পাশ

৪ বছর

পঁচিশ হাজার থেকে পঁচাত্তর হাজার প্রতি বছর

সার্টিফিকেট ইন ফ্যাশন টেকনোলজি

উচ্চ মাধ্যমিক পাশ

১ বছর

পনেরো হাজার থেকে তিরিশ হাজার প্রতি বছর

বি এ ইন ফ্যাশন ডিজাইনিং

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

পাঁচ হাজার থেকে কুড়ি হাজার প্রতি বছর

বি টেক ইন ফ্যাশন টেকনোলজি

উচ্চ মাধ্যমিক পাশ

৪ বছর

পঁয়ত্রিশ হাজার থেকে পঁচাশি হাজার প্রতি বছর

বি এ ইন ফ্যাশন বিজনেস ম্যানেজমেন্ট

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

চল্লিশ হাজার থেকে সত্তর হাজার প্রতি বছর

বি এ ইন ফ্যাশন ডিসাইন এন্ড টেকনোলজি

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

পঁয়তাল্লিশ হাজার থেকে পঁচাত্তর হাজার প্রতি বছর

বি এ ইন ফ্যাশন মার্চেন্ডাইসিং এন্ড প্রোডাকশন

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

পঁয়ত্রিশ হাজার থেকে পঁচাশি হাজার প্রতি বছর

বি এ ইন ফ্যাশন টেকনোলজি

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

পঞ্চাশ হাজার থেকে পঁচাশি হাজার প্রতি বছর

বি এ ইন ফ্যাশন ব্র্যান্ড ম্যানেজমেন্ট

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

পঁয়তাল্লিশ হাজার থেকে নব্বই হাজার প্রতি বছর

বি ডেস ইন এক্সেসরি ডিসাইন

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

ষাট হাজার থেকে পঁচানব্বই হাজার প্রতি বছর

বি ডেস  ইন নিটওয়্যার ডিসাইন

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার প্রতি বছর

বি ডেস  ইন লেদার ডিসাইন

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

সত্তর হাজার থেকে পঁচানব্বই হাজার প্রতি বছর

বি ডেস  ইন টেক্সটাইল ডিসাইন

উচ্চ মাধ্যমিক পাশ

৪ বছর

পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার প্রতি বছর

বি ডেস  ইন ফ্যাশন কমিউনিকেশন

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

ষাট হাজার থেকে পঁচাশি হাজার প্রতি বছর

বি এফ টেক ইন অপেরাল প্রোডাকশন

উচ্চ মাধ্যমিক পাশ

৪ বছর

পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার প্রতি বছর

বি এস সি ইন অপেরাল এন্ড ফ্যাশন টেকনোলজি

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

পঞ্চাশ হাজার থেকে আশি হাজার প্রতি বছর 

বি এস সি ইন কস্টিউম  এন্ড ফ্যাশন টেকনোলজি

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

পঞ্চান্ন হাজার থেকে নব্বই হাজার প্রতি বছর

বি এস সি ইন ড্রেস ডিজাইনিং

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

পঁয়তাল্লিশ হাজার থেকে পঁচাশি হাজার প্রতি বছর

বি এস সি ইন ফ্যাশন এন্ড অপেরাল ডিজাইনিং

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

পঞ্চাশ হাজার থেকে নব্বই হাজার প্রতি বছর

বি এস সি ইন ফ্যাশন কমিউনিকেশন

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

ষাট হাজার থেকে পঁচাত্তর হাজার প্রতি বছর

বি এস সি ইন ফ্যাশন ডিজাইনিং এন্ড ইন্টেরিয়ার ডিজাইনিং

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

পঞ্চান্ন হাজার থেকে পঁচাশি হাজার প্রতি বছর

বি এস সি ইন ফ্যাশন ডিজাইনিং এন্ড টেকনোলজি

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

ষাট হাজার থেকে এক লক্ষ্য প্রতি বছর

বি এস সি ইন গার্মেন্ট ম্যানুফেকচারিং

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

পঁয়তাল্লিশ হাজার থেকে নব্বই হাজার প্রতি বছর

বি এস সি (অনার্স )ইন ফ্যাশন ডিজাইনিং

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

ষাট হাজার থেকে পঁচানব্বই হাজার প্রতি বছর

বি এস সি ইন জুয়েলারি ডিজাইনিং এন্ড ম্যানুফ্যাকচারিং

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

পঁয়ষট্টি হাজার থেকে পঁচাশি হাজার প্রতি বছর

বি টেক ইন অপেরাল প্রোডাকশন ম্যানেজমেন্ট

উচ্চ মাধ্যমিক পাশ

৪ বছর

নব্বই হাজার থেকে এক লক্ষ্য কুড়ি হাজার প্রতি বছর

বি টেক ইন ফ্যাশন লাইফ স্টাইল ডিসাইন

উচ্চ মাধ্যমিক পাশ

৪ বছর

পঁচাশি হাজার থেকে এক লক্ষ্য দশ হাজার প্রতি বছর

ব্যাচেলার ইন ফ্যাশন স্টাডিস)

উচ্চ মাধ্যমিক পাশ

৩ বছর

সত্তর হাজার  থেকে পঁচানব্বই হাজার  প্রতি বছর

 

 

গত কয়েক দশকে ভারতবর্ষ বিশ্ববাজারে এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে এবং সেই স্থান অর্জনের প্রক্রিয়ায় ভারতীয় পোশাক পরিচ্ছদের  অবদান অনস্বীকার্য। ভারতীয় ফ্যাশন জগৎ এখন অনেকবেশি সমৃদ্ধ হয়েছে ও  দেশের অর্থনীতিকেও অনেকাংশে এগিয়ে দিয়েছে। এই প্রজন্মের ছেলেমেয়েরা বিশ্বায়নের সুফলকে কাজে লাগিয়ে নিজেদের প্রতিভা ও শৈল্পিক চেতনাকে ফ্যাশনে রূপান্তরিত করছেন ও দেশের নাম উজ্জ্বল করছেন। তাই এখনো যদি ফ্যাশন ডিজাইনিং নিয়ে আপনার মনে কোনো সংশয় থাকে তাহলে উপরোক্ত আলোচনাটি আপনাকে নিশ্চই এই সৃষ্টিশীল পেশাটিকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ