ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  অশিক্ষক কর্মী নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা করল নবোদয় বিদ্যালয় সমিতি। কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে । যে সমস্ত পরীক্ষার্থী এই নিয়োগের ফর্ম ফিল আপ করেছিলেন তারা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। 

আরও পড়ুনঃ চাকরি খুঁজছেন ? আজই পেতে পারেন চাকরি

 

প্রসঙ্গত, কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এই বছরের জানুয়ারি মাস নাগাদ। ফর্ম ফিলাপের শেষ তারিখ ছিল ১০ ফেব্রুয়ারি, ২০২২। 

 

 আরও পড়ুনঃ এবার সাধারন মেধাতেই চাকরির সুযোগ

 

মূল বিজ্ঞপ্তি সহ বিস্তারিত তথ্য পাবেন এই লিঙ্কে- Know Details Here।

কোন পোস্টের কবে পরীক্ষা

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখতে হবে নবোদয় বিদ্যালয় সমিতির অফিসিয়াল ওয়েবসাইট https://navodaya.gov.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ